বিশ্বকাপ থেকে বিদায় মিতালিদের, ভারতীয় মহিলা দলের জন্য বিশেষ দিলেন বিরাট কোহলি

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Women s World Cup 2022) থেকে এলিমিনেট হয়ে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)।  ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে প্রশংসা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা।
 

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্টটা ভালো করেই জানেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন একদিনের ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে হার হোক, আর টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অথবা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার নিডজের অধিনায়কত্বের সময় এই সকল পরিস্থিতির সম্মুখীনই হয়েছেন বিরাট কোহলি। দেশে-বিদেশে একাধিক ট্রফি জিতলেও বিরাটের ভাগ্যে জোটেনি কোনও আইসিসি ট্রফি। এই ধাক্কাটা জানেন প্রাক্তন অধিনায়ক। কতটা মানসীকভাবে বিপর্যস্ত করে তোলে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন। তবে সেই পরিস্থিতি থেকে বারবার কামব্যাক করেছেন বিরাট। তাই আইসিসি মহিলা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ভারতীয়  মহিলা ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি।

Latest Videos

২০১৭ সালে শেষ মহিলা ক্রিকেটের একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে হারের মুখ দেখতে হয়ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও সেখানে ট্রফি ঘরে আসেনি। তবে ২০২২ একদিনের বিশ্বকাপে মিতালি রাজের দলকে ঘিরে স্বপ্ন দেখেছিল গোটা দেশে। কিন্তু এবার গ্রুপ পর্বের বাধা টপকে শেষ চারের টিকিটও পাকা করতে পারল না মহিলা টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশকে হারালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও  গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বেজে যায় ভারতের। এই প্রসঙ্গে ভারতীয় মহিলা দলের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি লেখেন,‘জয়ের জন্য যে প্রতিযোগিতায় খেলতে নেমেছি সেখান থেকে ছিটকে যাওয়া খুব কষ্টের, কিন্তু আমাদের মহিলা দল মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারে। তোমরা নিজেদের সবটুকু দিয়েছ এবং আমরা তোমাদের নিয়ে গর্বিত।’

 

 

প্রসঙ্গত, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এ গ্রুপের শেষ ও ডু অর ডাই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে হারতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। রুদ্ধশ্বাস ম্যাচ লাস্ট বল থ্রিলারে লড়াই করেও পরাজয়ের মুখ দেখতে হল মহিলা টিম ইন্ডিয়াকে। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২৭৪ রান করে ভারত। দলের হয়ে অর্ধশতরান করেছিলেন স্মতি মন্ধনা, শেফালি ভার্মা ও মিতালি  রাজ। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন স্মৃতি মন্ধনা। কিন্তু কাজে এল না তাদের ব্যাটিং। পাল্টা রান তাড়া করতে নেমে লউরা ওলভার্ডটের ৮০, মিগনন ডুপ্রেজের ৫২ ও লারা গোডালের ৪৯  রানের ইনিংসের সৌজন্য ৩ উইকেট জয় পায় প্রোটিয়া ব্রিগেড। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি