কেনও ব্যাট হাতে দর্শক পিটিয়েছিলেন ইনজামাম,২৩ বছর পর রহস্যের উন্মোচন

  • ব্যাট হাতে ইনজামামের দর্শক পেটানোর ঘটনা সকলেরই জানা
  • ১৯৯৭ সালের টরোন্ট কাপের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ঘটেছিল ঘটনাটি
  • যার জন্য শাস্তির মুখেও পড়তে হয়েছিল পাক তারকা ইনজামাম উল হককে 
  • এতদিনে সেই ঘটনার আসল কারণ জানালেন প্রাক্তন পাক তারকা ওয়াকার ইউনিস
     

১৯৯৭ সালের, টরন্টো। চলছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের সাহারা কাপের দ্বিতীয় ম্যাচ। পাকিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করছিল ভারতীয় ক্রিকেট দল। ইনিংসের ১৬ তম ওভারে হঠাৎ দেখা গেল ফিল্ডিং করতে করতে মারমুখী পাকিস্তানের তারকা ক্রিকেটার ইনজামাম উল হক। না কোনও ক্রিকেটার নয়, সেদিন ব্যাট হাতে গ্যালারির দিকে ধেয়ে যায় ইনজি। পরে কোনো ক্রমে নিরাপত্তারক্ষী ও অন্যান্য প্লেয়াররা মিলে আটকান ইনজামামকে। সেই সময়ে শোনা গিয়েছিল, তাঁকে ব্যঙ্গবিদ্রুপ করায় ক্ষুব্ধ ইনজি ছুটে গিয়েছিলেন সেই দর্শককে মারতে। ঘটনার ২৪ বছর পর সেদিনের ঘটনার পেছনে আসল কারণের রহস্য উন্মোচন করলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিস।

আরও পড়ুনঃএমন কোন ঘটনা পাল্টে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের গোটা জীবন

Latest Videos

ওয়াকার উইনিস জানিয়েছেন,প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে অপমান করাতেই ক্ষেপে গিয়েছিলেন ইনজামাম। সেই দর্শককে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। এই ঘটনার উদাহরণ দিয়ে দুই দেশের প্লেয়ারদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেছেন ওয়াকার। তিনি বলেন,'দর্শকদের মধ্যে থেকে ইনজামামকে ‘আলু’ বলে ডাকা হচ্ছিল। দর্শকদের মধ্যে কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রী সম্পর্কে খারাপ কথাও বলছিল। ইনজির সেটা ভাল লাগেনি। আমরা মাঠে একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই কিন্তু আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। গ্যালারি থেকে কেউ এক জন আজহারের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছিল। সেই সময়ে সম্ভবত সেলিম মালিক অধিনায়ক। ওকে বলে ফাইন লেগে ফিল্ডিং করতে গিয়েছিল ইনজামাম। টুয়েলভথ ম্যানকে ডেকে একটা ব্যাট নিয়েছিল। সেই ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিল ইনজামাম।'

আরও পড়ুনঃআরব দেশেই হবে আইপিএল ২০২০,তবে রয়েছে একাধিক শর্ত

আরও পড়ুনঃঅনেক দিন পর মন খুলে হাসছেন ধোনি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, হাসির কারণটা কী

সেই ঘটনার জন্য শাস্তির হাত থেকে রেহাই পাননি ইনজামাম উল হক। আাদলত পর্যন্ত যেতে হয়েছিল ইনজিকে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দুই ম্যাচ সাসপেন্ড থাকতে হয়েছিল পাক তারকাকে। ওয়াকার জানিয়েছেন, পরে আজহার ওই দর্শকের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা মিটিয়ে নেন। এতদিন ধরে নানা জল্পনা চলত ইনজিমামের ব্যাট হাতে দর্শক পেটানোর কারণ নিয়ে। অবশেষে  ২৩ বছর পর ঘটনার পেছনে আসল ঘটনা জানতে পারল ক্রিকেট বিশ্ব।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today