জীবন থেকে ৬-৮ মাস ক্রিকেট হারিয়ে গেল,আক্ষেপ উমেশ যাদবের

  • মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন উমেশ যাদব
  • বর্তমানে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন তিনি
  • যে কোনও ধরনের ক্রিকেট খেলতে মরিয়া উমেশ
  • জীবন থেকে কিছু মাস ক্রিকেট কমে গেল বলে আক্ষেপ
     

করোনা ভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল ক্রিকেট। তবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছে ক্রিকেট। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্টে শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দলও। তবে অনুশীলন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিছু এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএল নিয়ে অবশেষে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। কিন্তু এই কটা মাস লকডাউনে বাড়িতেই কাটিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ভারতীয় পেসার উমেশ যাদবও। ক্রিকেট ফিরলেও ভারতের টেস্ট সিরিজ হতে হতে সেই বছর শেষে অস্ট্রেলিয়া। আর বর্তমানে সাদা বলের ক্রিকেটে এখন খুব একটা সুযোগ পান না উমেশ। ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। তাই উমেশকে মাঠে ফিরতে এখনও অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা মাস। কিন্তু মাঠে ফেরার জন্য হাঁপিয়ে উঠেছেন ভারতীয় পেসার। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেটারেরই কেরিয়ার থেকে কয়েক মাস কমে গেল বলে মনে করছেন টিম ইন্ডিয়ার পেসার উমেশ যাদব।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়া সফরে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিরাট কোহলিদের,মন্তব্য দ্রাবিড়ের

Latest Videos

আরও পড়ুনঃআগামী বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামছে মুম্বই ইন্ডিয়ান্স দল

ভারতীয় দলের অন্যতম ফাস্ট বোলার জানিয়েছেন,'আমাকে ইতিবাচক হতে হবে। খেলা শুরু কখন হবে জানি না৷ তবে আমাদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে৷ আমি অনুশীলনে ফিরতে চাই। ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই৷ তবে আমাদের সকলের কেরিয়ার থেকে ৬-৮ মাস ক্রিকেট হারিয়ে গেল।' ভারতের টেস্ট সিরিজের এখনও অনেক দেরি দেরি থাকায় ফিটনেসের উপরও জোর দিয়েছেন উমেশ যাদব। তাই ফিট থাকার জন্য যে কোনও ম্যাচে খেলতে চাইছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার ভাবনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। উমেশ বলেন, ‘ভারতে মরশুম শুরু হলে ক্লাবই হোক বা জেলা, যে ম্যাচ পাব, তা খেলব। কারণ ম্যাচ প্র্যাকটিস অত্যন্ত জরুরি৷’ লকডাউনের এই সময়ে শরীরের শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন উমেশ। এই সময়ে নয়াদিল্লিতে শ্বশুরবাড়িতে রয়েছেন তিনি। বাড়ির পাশের এক মাঠে নিয়মিত ঘাম ঝরিয়েছেন দৌড়ে। বলেছেন, “ব্যক্তিগত ভাবে উপকৃত হয়েছি। শরীরের দিকে তাকানোর সময় পেয়েছি। শক্তি বাড়ানোর জন্য খেটেছি।” তবে পরিস্থিতি যাই হোক তিনি মানসিকভাবে খুব শক্তিশালী বলেই জানিয়েছেন উমেশ যাদব। শুধু অপেক্ষায় রয়েছেন ফের ২২ গজে ফেরার।

আরও পড়ুনঃমাঠে দুরন্ত কিন্তু বিছানায় একেবারেই ফ্লপ মেসি,আর্জেন্টাইন মডেলের অভিযোগে তোলপার হয়েছিল ফুটবল বিশ্ব

 

Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari