বাংলাদেশকে টেস্টে চুনকাম করল ওয়েস্ট ইন্ডিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এগোল ক্যারেবিয়ানরা

প্রথম টেস্টে (Test)বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies vs Bangladesh)। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় পেল ক্যারেবিয়ানরা। ২-০ ব্যবধানে সিরিজ জিতল ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। 

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের। প্রথম টেস্টে তাও ৭ উইকেটে ম্যাচ জিতেছিল ক্যারেবিয়ানরাষ দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শাকিবদের হারিয়ে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের ফলেই এমন অবস্থা শাকিব আল হাসানের দলে। অপরদিকে ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে ঘরের মাঠে সিরিজ জিতল ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও কিছুটা উন্নতি করল ক্যারেবিয়ানরা। পঞ্চম স্থানে পাকিসস্তানের গাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। ৯টি টেস্টে ৫০ শতাংশ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আলজারি জোসেফ, কেমার রোচরা

দ্বিচীয় টেস্টে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে পেস ও বাউন্সি উইকেটের সুবিধা নিতেই এমন সিদ্ধান্থ ছিল ক্যারেবিয়ান অধিনায়কের। মাচ্র ২৩৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।  লিটন দাসের ৫৩ রানের ইনিংস ও তামিম ইকবাল ৪৬ রান না করলে আরও লজ্জাজনক অবস্থা হতে পারত বেঙ্গল টাইগার্সদের। এছাড়া ২৬ রান করেন নাজমুল হোসেন ও শরিফুল ইসলাম। ২৩ রান করেন আমনুল হক, ২১ রান করেন ইবাদত হোসেন। ক্যারেবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জেডন সিলস ও আলজারি জোসেফ। ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও কাইল মায়ার্স। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ৪০৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ১৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন কাইল মায়ার্স। এছাড়া ৫১ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, ৪৫ রান করেন জন ক্যাম্পবেল৪০ রান রেন জার্মেন ব্ল্যাকউড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন খালিদ আহমেদ। ৩টি উইকেট নেন মেহদি হাসান ও ২টি উইকেট নেন শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে ১৭৪ রানের বিশাল লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

Latest Videos

 

 

দ্বিতীয় ইনিংসেও অব্য়াহত থাকে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। এবার দুশো রানের গণ্ডিও টপকাতে পারেনি শাকিবুল হাসানের দল। ১৮৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন নুরুল হাসান। এছাড়া ৪২ রান করেন নাজমুল হোসেন। বাংলাদেশের অন্য কোনও ব্যাটসম্য়ানই ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ, আলজারি জোসেফ, জেডেন সিলস। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীদের তালিকায় চলে এলেন রোচ। প্রথম ইনিংসে পাওয়া ১৭৪ রানের লিড বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ১৩ রান। যা ব্যাট করতে নেমে ২ ওভার ৫ বলেই বিনা উইকেট হারিয়ে তুলে নেয় ক্যারেবিয়ানরা। 

আরও পড়ুনঃআয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃতার হাতের ছোঁয়ায় বদলে যা রূপ, ভারতীয় ক্রিকেটারদের নিত্যনতুন হেয়ার কাটের কারিগর ইনি

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন