মাঠের মধ্য়েই সংজ্ঞা হারিয়ে পতন ক্যারিবিয়ান ক্রিকেটারের, নিয়ে যেতে হল সোজা হাসপাতালে

Published : Mar 19, 2022, 12:43 AM IST
মাঠের মধ্য়েই সংজ্ঞা হারিয়ে পতন ক্যারিবিয়ান ক্রিকেটারের, নিয়ে যেতে হল সোজা হাসপাতালে

সংক্ষিপ্ত

মহিলাদের বিশ্বকাপ ২০২২ (Women's World Cup 2022)-এ, ওয়েস্টইন্ডিজ বনাম বাংলাদেশ (West Indies and Bangladesh) ম্যাচে ঘটল এক উদ্বেগজনক ঘটনা। মাঠের মধ্যেই সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন শামিলিয়া কনেল (Shamilia Connell)।   

দারুণ উদ্বেগজনক দৃশ্যের সাক্ষী হল মহিলাদের বিশ্বকাপ ২০২২ (Women's World Cup 2022)। ওয়েস্টইন্ডিজ বনাম বাংলাদেশ (West Indies and Bangladesh) ম্যাচে মাঠের মধ্যেই পড়ে যেতে দেখা গেল ক্যারিবিয়ান মহিলা ক্রিকেটার শামিলিয়া কনেল (Shamilia Connell)। তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। পরে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে ওয়েস্টইন্ডিজ দল। তবে, ঠিক কী কারণে তিনি মাঠের মধ্যে ওইভাবে পড়ে গেলেন, তাঁর কী সমস্যা হয়েছে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, ওই দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন। 

ঘটনাটি ঘটে বাংলাদেশের রান তাড়া করার সময়ে, ৪৭তম ওভার চলাকালীন। ম্যাচটি সেই সময় দারুণ রোমাঞ্চকর পর্যায়ে ছিল। বাংলাদেশের হাতে শেষ উইকেট ছিল। তাদের জিততে প্রয়োজন ছিল ১৯ বলের ১৩ রান। মিডউইকেট এলাকায় ফিল্ডিং করছিলেন শামিলিয়া। হঠাৎ তাঁকে পেট চেপে ধরে ধীরে ধীরে উবু হয়ে বসে যেতে দেখা যায়। এরপরই, তিনি সংজ্ঞা হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান। সতীর্থরা অবিলম্বে তাঁর কাছে ছুটে আসেন। আম্পায়ার সাইমন ডুল (Simon Doull) প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা চেয়ে পাঠান। প্রাথমিক চিকিত্সার পর তিনি নিজেই উঠে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। 

শামিলিয়া কনেলের সেই পড়ে যাওয়ার ভিডিও -

শামিলিয়ার এই ঘটনায় ওয়েস্টইন্ডিজ দল বরং আগের থেকে অনেক বেশি সংঘবদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় তারা। ফলে বিশ্বকাপের লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের ৩টিতে জয় পেল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে, ন্যূনতম ৪টি জয় প্রয়োজন। আপাতত তারা আছে লিগ টেবিলের তৃতীয় স্খানে। যেকোন মূল্যে লিগ পর্বের শেষ ম্যাচটিও জিততে হবে।

ম্যাচের পর ম্যাচের সেরা খেলোয়াড় হেইলি ম্যাথিউস (Hayley Matthews) বলেছেন, শামিলিয়াকে ওভাবে পড়ে যেতে দেখে তিনি চিন্তিত। তবে তিনি খুব শক্তিশালী মেয়ে এবং তাঁরা সকলে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। দলের অধিনায়ক স্টেফানি টেলর (Stafanie Taylor) বলেছেন, শামিলিয়ার অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে ওভাবে পড়ে য়েতে দেখাটা দুঃখের, তবে, উজ্জ্বল দিক হল ওই ঘটনা তাঁদের পুনরায় সংগঠিত করে দেয় এবং ম্য়াচের গতি বদলে যায়। 
 

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?