দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে বোলিং ওয়েস্ট ইন্ডিজের, অপরিবর্তিত ভারতীয় দল

  • তিরুঅনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্যাচ
  • টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের
  • প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়েছ ভারত
  • দ্বিতীয় ম্যাচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে চাহাল ও রোহিত

Prantik Deb | Published : Dec 8, 2019 1:15 PM IST

তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ডো। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে একটা পরিবর্তন করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান প্রথম দলে এসেছেন দীনেশ রামদিনের জায়গায়। টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিং করতেন বলেই জানালেন বিরাট কোহলি। দুরন্ত ভাবে রান তাড়া করার পাশাপাশি রান ডিফেন্ড করার চ্যালেঞ্জটাও নিচ্ছেন ভারত অধিনায়ক। তবে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ভারত। 

 

 

আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের দায়িত্ব নিতে চলেছেন স্মিথ, বুধবার হতে পারে ঘোষণা

দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই ভারতীয় ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে। হায়দরাবাদে রোহিতের ব্যাট থেকে একটাও ছয় আসেনি। তাই আন্তর্জাতিক ক্রিকেট ৪০০টি ছয় মারা রেকর্ড তিরুঅনন্তপুরমেও অপেক্ষা করছে হিট ম্যানের সামনে। হায়দপাবাদে শান্ত থাকার পর রান ফিরতে মরিয়া রোহিত। অন্যদিকে ভারতীয় দলের অনন্দরেই একটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে স্পিনার চাহাল। হায়দরাবাদে বুমরাকে টপকে গিয়েছেন তিনি। টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি উইকেট নেওয়ার দৌড়ে চাহাল এখন অশ্বিনের সঙ্গে এক আসনে। দুজনের দখলেই রয়েছে ৫২টি উইকেট। তিরুঅনন্তপুরমে আরও একটা উইকেট পেলেই সবার ওপরে চলে যাবেন অশ্বিন। 

আরও পড়ুন - রনজি ট্রফির উইকেট নিয়ে আসেনি আলাদা নির্দেশ, চিন্তিত পিচ কিউরেটররা

দ্বিতীয় ম্যাচটা জিতে রবিবারই সিরিজের ফয়সালা করে ফেলতে চায় টিম ইন্ডিয়া। চলতি বছর ঘরের মাঠে তিনটি টি-২০ সিরিজ খেলেছে ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ১-১ ড্র হওয়ার পর, বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ফলে সিরিজ জিতিছে টিম ইন্ডিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ জিতে নিতে মরিয়া বিরাটরা। রবিবার সিরিজ জিতে নিতে পারলে শেষ ম্যাচে মুম্বাইতে দলে একাধিক পরীক্ষা করার সুযোগটা পেয়ে যাবেন কোহলি-শাস্ত্রীরা। সিরিজের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাওয়ার আগে সিরিজে সমতা ফিরিয়ে আনার চেষ্টায় ক্যারিবিয়ানরাও। তাঁদের কাছে যে এটা সম্মান রক্ষার লড়াই। 

আরও পড়ুন - অনুশীলন শুরু করলেন ফুটবলার দেব, কোচের ভূমিকায় বাইচুং ভুটিয়া

Share this article
click me!