
আজ আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম সঞ্জু স্য়ামসনের রাজস্থান রয়্যালস। বর্তমানে লিগ ১১ ম্যাচে ৯টি জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, ১১ ম্যাচে ৪টিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে রয়্যালসরা। আজকের ম্যাচ জিতে একদিকে যেমন শীর্ষস্থান ধরে রাখা লক্ষ্য সিএসকের, তেমনই অপরদিকে চেন্নাইকে হারিয়ে প্লে অফের যাওয়ার আশা সামান্যতম হলেও বাঁচিয়ে রাখা।
আইপিএল ২০২০ খুব গিয়েছিল এমএস ধোনি ও চেন্নাই সুপার কিংস দলের। কিন্তু ২০২১ আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে সিএসকে। প্রতিভার সঙ্গে মিলছে ভাগ্যের সাথও। আজকের ম্যাচে জ্যোতিশাস্ত্র অনুযায়ী সিএসকের কোন তারকারা ভালো খেলতে পারে তা জানার জন্য উদগ্রীব সকলেই। গ্রহ, নক্ষত্র ও রাশির দশা অনুযায়ী আজকের ম্যাচে সবথেকে ভালো জায়গায় রয়েছে অধিনায়ক এমএস ধোনি। তার কাছ থেকে একটি চমকপ্রদ পারফরমেন্সের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি ও রবীন্দ্র জাদেজাও আজকের ম্যাচ ভালো পারফর্ম করতে পারে। তেমনটাই ইঙ্গিত দিচ্ছে জ্যোতিশাস্ত্র।
আরও পড়ুনঃIPL 2021, RR vs CSK - ধোনিদের পার্টি কি বিগড়ে দিতে পারবে রাজস্থান রয়্যালস
আরও পড়ুনঃIPL 2021, CSK vs RR- ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে
আরও পড়ুনঃIPL 2021, CSK vs RR- ধোনি বনাম সঞ্জু, দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কে
অপরদিকে, বিগত কয়েক মরসুমের মতন এবারও সাফল্য কম, হতাশাই সঙ্গী হয়েছে রাজস্থান রয়্যালস দলের। এবারও তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজকের ম্যাচে কেমন ভাগ্য থাকবে রয়্যাসদের তা জানার ইচ্ছে রয়েছে ভক্তদের। আজকের ম্য়াচে আরও একবার জ্বলে উঠতে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামন। এছাড়া গ্রহ,নক্ষত্র অনুযায়ী সঞ্জু ছাড়াও আদকের ম্যাচে রাজস্থানের যশশ্বী জয়সওয়াল, লিয়াম লিভিংস্টোন ও ইভিন লুইসের ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। শেষে জ্যোতিশশাস্ত্র অনুযায়ী আজকের ম্য়াচে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি চেন্নাই সুপার কিংসের।