IPL 2021, চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে জিতবে কোন দল, কী বলছে জ্যোতিশাস্ত্র

বৃহস্পতিবার, শারজায় আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৪তম ম্যাচে, মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ফার্স্ট বয় ও লাস্ট বয়ের এই লড়াইয়ে জিতবে কে? 
 

আজ আইপিএল ২০২১-এ (IPL 2021) লিগ টপার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হয়ে হতে চলেছে পয়েন্ট টেবিলের একেবারে নীচে থাকা সানরাইজার্স হয়দরাবাদ (Sunrisers Hyderabad)। শেষ ম্য়াচে কেকেআরের (KKR) বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় হারের সম্মুখীন হতে হয়েছে এমএস ধোনির দলকে (MS DHONI)। অপরদিকে, রাজস্থান রয়্যালসকে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল। প্লে অফে জায়গা পাকা হলেও, আজ হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া সিএসকে। অপরদিকে, প্লে অফের আশা না থাকলেও শেষ চারটি ম্য়াচ জিতে মরসুম শেষ করাই লক্ষ্য হায়দরাবাদের।

Latest Videos

আজকের ম্যাচে কোন দলের ভাগ্য সাথ দেবে, কী বলছে জ্যোতিষশাস্ত্র তা জানার কৌতুহলও কম নয় ক্রিকেট প্রেমিদের মধ্যে। এদিন গ্রহ ও রাশির দশা অনুযায়ী চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানদের মধ্যে ঋতুরাজ গায়কোয়াড় , অম্বাতি রায়ডু, সুরেশ রায়না ব্য়াটে ররান পাবেন। ধোনির দলের বাকিদের ব্যাটে তেমনভাবে রান আসবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিএসকের বোলিং লাইনে সাফল্যের পাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা দীপক চাহার ও শার্দুল ঠাকুরের। সিএসকের দলে জাদেজা, স্যাম কারন, ডোয়েইন ব্রাভোর মত একাধিক অলরাউন্ডার থাকলেও, এদিন ডোয়েইন ব্রাভো বাদে কারও ভগ্য সাথ দেবে না বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃIPL 2021, SRH vs CSK - ফার্স্টবয় ও লাস্টবয়ের লড়াই, পচা শামুকে পা কাটবে কি ধোনি-বাহিনীর

আরও পড়ুনঃযেমন বক্ষ, তেমন নিতম্ব - জ্যাসিম লোরা-ই কি আইপিএল-এর 'হটেস্ট বউ', দেখুন তো

আরও পড়ুনঃIPL 2021, MI vs RCB-রোহিতের বউকে নিয়ে সিনেমা হলে ধরা পড়েছিলেন কোহলি, সেই কারণেই কী দুই তারকার তিক্ততা

অপরদিকে, গ্রহ, রাশি, নক্ষত্র অনুযায়ী প্রতিযোগিতার শেষে এসে ভাগ্য বদল হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের। জ্যোতিষ অনুযায়ী আজ সিএসকের বিরুদ্ধে কেন উইলিয়ামসন মনীশ পাণ্ডে ব্যাট হাতে রান পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া বাকিদের ব্যাটে রান আসার সম্ভাবনা নেই। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং লাইনআপে সবথেকে বেশি সফলল হতে পারেন রাশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কল। অলরাউন্ডারদের মধ্যে হাদয়দরাবাদ দলের সবথেকে বেশি ভাগ্য ভালো রয়েছে জেসম হোল্ডারের। সব থেকে উল্লেখযোগ্য হল গ্রহ-নক্ষত্রের স্থিতি অনুযায়ী আজকের ম্যাচে সানরাইজার্সরল জয়ের সম্ভাবনা বেশি।


Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee