দিল্লি ক্য়াপিটালসের নেটে অদ্ভূত শট মারলেন যশ ধুল, মুহূর্তে ভাইরাল ভিডিও

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অনুশীলনে অন্য মেজাজে যশ ধুল (Yash Dhull)। আইপিএল ২০২২ (IPL 2022) শুরুর আগে দেখা গেল নো লুক আপার কাট (No look Upper Cut) মারতে। যেই ভিডিও ভাইরাল (Viral) নেট দুনিয়ায়।
 

Asianet News Bangla | Published : Mar 23, 2022 5:12 AM IST

অধিনায়ক হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) জিতে  বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ কাইফ (Mohammad Kaif), পৃথ্বি শ-দের (Prithvi Shaw) সঙ্গে একই আসনে বিরাজমান হয়েছিলেন যশ ধুল (Yash Dhull)। অধিনায়ক হিসেবে ক্ষুরধার মস্তিষ্কের পরিচয় দেওয়ার পাশাপাশি ব্য়াট হাতেও নিজের জাত চিনিয়েছিলেন তরুণ ভারতীয় ক্রিকেটার। ছোটদের বিশ্বকাপে করেছেন সেঞ্চুরিও। তারপর রঞ্জি অভিষেকে দুই ইনিংসেও সেঞ্চুরি করেও গড়েছেন অনন্য নজির। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন  যশ ধুল। পাশাপাশি দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা তারপরই রঞ্জি অভিষেকেই দুই ইনিংসের সেঞ্চুরি করার নজির নেই কোনও ক্রিকেটারের। এবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ দিল্লি ক্যাপিটালস ( (Delhi Capitals) অনুশীলনেও চমক দিলেন যশ ধুল।

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরই আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আর অনুশীলনেই বুঝিয়ে দিলেন তিনি যে সম্পূর্ণ আইপিএলের মেজাজে প্রবেশ করে গিয়েছেন। কারণ যে যশ ধুলকে ৫০ ওভারের ক্রিকেট বা রঞ্জি ট্রফিতে ঠান্ডা মাথায় ক্রিকেটীয় শট উপর ভরসা রেখেই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই ধুলকেই এবার দিল্লি ক্যাপিটালসের নেটে  ক্রিকেট ব্যাকরণের বাইরে বেরিয়ে অভিনব আপার কাট মারতে দেখা গেল। শুধু মারাই নয়, এতটাই আত্মবিষশ্বাসের সঙ্গে এই শট খেলছেন ধুল যে শট খেলার পর বলের দিকে তাকানোরও প্রয়োজন পড়ছে না তার। যেই ভিডিও শেয়ার করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যমে। যা মুহূর্তে ভাইরাল (Viral) হয়ে যায়। দলের তরুণ তারকাকে এমন মেজাজে ব্যাট করতে দেখে খুশি দিল্লি ক্যাপিটালসের ভক্তরা।

Latest Videos

 

 

মর্ডান ক্রিকেটে এই আপার কাট মারতে দেখা গিয়েছ এর আগেও একাধিক ক্রিকেট তারকাকে। কিন্তু এর প্রচলন করেছিলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সচিনের আপার কাট খুবই বিখ্যাত ছিল। এছাড়া বীরেন্দ্র (Virender Sehwag)এই আপার কাট মারতেন। কিন্তু সচিন হোক আর সেওয়াগ সকলেই আপার কাট মারতেন বলের দিকে তাকিয়ে। কিন্তু 'নো লুসক আপার কাট' মারতে দেখা গেল যশ ধুলকে। তারকা খোচিত দিল্লি ক্যাপিটালস দলের প্রথম একাদশে সুযোগ পেলে নিজেরে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 

আরও পড়ুনঃক্রীড়া সঞ্চালিকার রূপ ও কথার জাদুতে হারিয়েছেন মন, বানিয়েছেন জীবন সঙ্গী, চিনে নিন এমন ক্রিকেটারদের

আরও পড়ুনঃআইপিএল ইতিহাসে সবথেকে বেশি ছয় মেরেছে যে ব্যাটসম্য়ানরা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

আরও পড়ুনঃপ্রথম আইপিএল অধিনায়কদের বর্তমান অবস্থান, ১৫ তম মরসুম শুরুর আগে জেনে নিন আপনিও
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা দীপাবলি পালন করব না' মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
বোমাতঙ্ক! Bhatpara-এ বিজেপি নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওটা কী পড়ে! দেখুন | Bhatpara News Today
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia
Gosaba-র আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু