MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ইতিহাসে সবথেকে বেশি ছয় মেরেছে যে ব্যাটসম্য়ানরা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

আইপিএল ইতিহাসে সবথেকে বেশি ছয় মেরেছে যে ব্যাটসম্য়ানরা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

আগামি ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ১০ দলের আইপিএলকে (IPL) ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আইপিএল মানেই চার-ছয়ের জোয়ারে মেতে উঠবেন সকলেই। ফের একবার সেই জোয়ারে গা ভাসাতে প্রস্তুত সকলেই। বিশেষ করে ৬ দেখতে বেশি পছন্দ করেন ক্রিকেট প্রেমিরা (Cricket Lovers)। আইপিএল শুরুর আগে প্রতিযোগিতার ইতিহাসে নান রেকর্ড নিয়েও জানার বিষয়ে আগ্রহী ফ্যানেরা। আপনি কি জানেন কোন ক্রিকেটার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ছক্কা হাকিয়েছেন। তাহলে আইপিএল শুরুর আগে জেনে নিন ছয় মারার পরিসংখ্যানে প্রথম ১০-এর তালিকা। 

4 Min read
Sudip Paul
Published : Mar 22 2022, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১. ক্রিস গেইল-
সব থেকে বেশি ছক্কা হাকানো ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা হবে, আর সবার প্রথমে ক্রিস গেইলের নাম আসবে না এটা হতেই পারেনা। এই তালিকায় শীর্ষে রয়েছে ইউনিভার্সাল বসের নাম। আইপিএলে ১৪২টি ম্যাচে ৩৫৭টি ছয় মেরেছেন ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। আইপিএলে ১৪১ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৯৬৫ রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৩৯.৭২, স্ট্রাইক রেট ১৪৮.৯৬। তবে এবার আর আইপিএলে দেখা যাবে ইউনিভার্স বসকে। পঞ্জাবে খেলেই আইপিএলকে বিদায় জানান ক্রিস গেইল।
 

210

২. এবি ডিভিলিয়ার্স-
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা ও আরসিবির নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। এবিডি ১৮৪ ম্যাচে এখনও পর্যন্ত ২৫১টি ছয় মেরেছেন। আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন এ বি ডিভিলিয়ার্স। বেঙ্গলুরুকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। তবে আইপিএল ২০২১-এর পর অবসর ঘোষণা করেছেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান।  ১৮৪ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৫১৬২ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৭০, স্ট্রাইক রেট ১৫১.৬৮। 
 

310

৩. রোহিত শর্মা-
তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সর্বাধিক আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান এখনও পর্যন্ত ২১৩ ম্যাচে ২২৭টি ছক্কা হাঁকিয়েছেন। দলকে ৫টি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। আইপিএল কেরিয়ারে ২১৩ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৫৬১১ রান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.১৭, স্ট্রাইক রেট ১৩০.৩৯।  
 

410

৪. এমএস ধোনি-
প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেলিকপ্টার শটের জনক এমএশ ধোনি সর্বোচ্চ ছয় মারার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২২০ টি আইপিএল ম্যাচে ২১৯টি ছয় মেরেছেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৪ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। এখনও পর্যন্ত আইপিএলে ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৩৯.৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৮৩। 

510

৫. কারেন পোলার্ড-
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান তারকা কারেন পোলার্ড। এখনও পর্যন্ত আইপিএলে ১৭৮ ম্যাচে ২১৪ টি ছয় মেরেছেন পোলার্ড। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ম্য়াচ ফিনিশারদের তালিকায় রয়েছে ক্যারেবিয়ান তারকা। এখনও পর্যন্ত আইপিএলে ১৭৮ ম্য়াচে ৩২৬৮ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৮৭ রান। স্ট্রাইক রেট ১৪৯.৭৭, গড় ২৯.৯৮।  এবার মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে তাকে।
 

610

৬. বিরাট কোহলি-
আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন। বিরাট আইপিএলে ২০৭ ম্যাচে ২১০ টি ছয় মেরেছেন। দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ২০৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৬২৮৩। গড় ৩৭.৩৯ , স্ট্রাইক রেট ১২৯.৯৪। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। 

710

৭. সুরেশ রায়না-
৭ নম্বর স্থানে রয়েছেন সুরেশ রায়না। ২০৫ ম্যাচ খেলে রায়না রোহিত শর্মার সমসংখ্যক ২০৩টি ছয় মেরেছেন।  আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকাতেও রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতবার পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন। তবে এবার আইপিএলে তিনি কোনও দল পাননি। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ২০৯ ম্যাচে ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩২.৫১, স্ট্রাইক রেট ১৩৬.৭৬। 
 

810

৮. ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার এই তালিকায়  অষ্টম স্থানে রয়েছেন। অজি তারকা এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫০ ম্যাচে ২০১ টি ছয় মেরেছেন। আইপিএলের ইতিহাসে সেরা ব্যাটসম্য়ানের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নারও। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। তবে গতবার থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যার কারণে দল ছাড়েন অজি তারকা ওপেনার। এবার নিলামে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৫০ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৪৪৯ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪২.৫৯, স্ট্রাইক রেট ১৩৯.৯৬। 
 

910

৯. শেন ওয়াটসন
তালিকায় নবম স্থানে রয়েছেন আরও এক অজি তারকা শেন ওয়াটসন। ১৪৫ ম্যাচে ওয়াটসন এখনও পর্যন্ত ১৯০টি ছয় মেরেছেন। বর্তমানে আইপিএল থেকে অবসর নিয়েছেন প্রাক্তন অজি তারকা। নিজের আইপিএল কেরিয়ারে ১৪৫টি ম্য়াচে ২৮০৯ রান করেছেন। ওয়াটসনের স্ট্রাইকরেট ১৩৭.৯১। ৩০.৯৯ গড় রান করেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। খেলেছেন রাজস্থান রয়্যালস, আরসিবি, সিএসকে দলে। 
 

1010


১০. রবিন উথাপ্পা-
দীর্ঘ বছর ধরে আইপিএলে খেলছেন রবিন উথাপ্পা। ১৯৩টি আইপিএল ম্য়াচে রবিন উথাপ্পার বল বাউন্ডারি পার করেছেন ১৬৮ বার। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে তাকে দলে নিয়েছে সিএসকে। সেখানে কয়েকটি ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে  ১৯৩  ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৭২ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৭.৯৪, স্ট্রাইকরেট ১৩০.১৫। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
Recommended image3
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি
Recommended image4
Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে ফিরলেন প্যাট কামিন্স
Recommended image5
IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved