যুবরাজ সিংয়ের নাচে মজেছে নেট দুনিয়া, গায়কের ভূমিকায় পাঠান-রায়না, দর্শক সচিন, দেখুন ভাইরাল ভিডিও

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series) খেলতে ব্যস্ত  সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যুবরাজ  সিং (Yuvraj Singh), সুরেশ রায়না (Suresh Raina), ইরফান পাঠানরা (Irfan Pathan)। প্রতিযোগিতা বাইরে নাইট পার্টিতে নাচতে-গাইতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটাররদের।

একদিকে যখন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচন নিয়ে আলোচনা চলছে। ঠিক তখনও অপরদিকে ভারতীয় দলের প্রাক্তন তারকারা ফের একবার ২২ গজে নেমেছেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য। ইন্ডিয়া লেজেন্ডস সেই দলে রয়েছেন সচিন তেন্ডুলকর, যুবরাজ  সিং, সুরেশ রায়না, ইরফান পাঠানদের মত তারকারা। প্রিয় তারকাদের আরও একবার ২২ গজে দেখার সুযোগ পেয়ে খুশি ক্রিকেট প্রেমিরা। যুবরাজ-রায়না-ইরফানরা শুধু ব্য়াটে-বলে মনোরঞ্জন করছেন না, ২২ গজের বাইরে নাচে- গানেও ঝড় তুলেছেন নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিন্দাস মুডে ধরা দিয়েছেন তারকা ক্রিকেটাররা। যা মন জিতে নিয়েছে নেটিজেনদের।

ক্রিকেট প্রতিযোগিতা ও তার পর নাইট পার্টি একটা রেওয়াজ হয়ে উঠেছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। ইন্ডিয়া লেজেন্ডসের ক্রিকেটাররা একটি নাইট পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানেই দেখা গিয়েছে ই রায়না ও ইরফান পাঠান গান গাইছেন। বেশ খোশ মেজাজে রয়েছেন তারা। আর পার্টির মূল আকর্ষণ হয়ে উঠেছে যুবরাজ সিংয়ের নাচ ভিডিয়োতে যুবরাজ সিংকে বলিউডের একটি গানে নাচতে দেখা যাচ্ছে। নিজের নাচের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন যুবরাজ সিং। তাঁর টুইটের প্রতিক্রিয়া জানিয়ে ইরফান পাঠান লিখেছেন যে আমাদের কাছে বিশ্বের সবচেয়ে দামি চিয়ারলিডারও ছিল। ভিডিও সচিন তেন্ডুলকরকে দেখা সোফায় বসে পার্টি উপভোগ করতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হতে সময় লাগেনি। 

Latest Videos

 

 

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর সম্পূর্ণ সূচি-

তারিখ                  বার                                ম্যাচ                                                                               স্টেডিয়াম                             সময়
১০ সেপ্টেম্বর     শনিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস                   গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর        সন্ধ্যা ৭.৩০
১১ সেপ্টেম্বর      রবিবার    বাংলাদেশ লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস               গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর         দুপুর ৩.৩০
১১ সেপ্টেম্বর      রবিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম অস্ট্রেলিয়া লেজেন্ডস                       গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর          সন্ধ্যা ৭.৩০
১২ সেপ্টেম্বর    সোমবার    নিউজিল্যান্ড লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস        গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর         সন্ধ্যা ৭.৩০
১৩ সেপ্টেম্বর    মঙ্গলবার   ইংল্যান্ড লেজেন্ডস বনাম শ্রীলঙ্কা লেজেন্ডস                          গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর          সন্ধ্যা ৭.৩০
১৪ সেপ্টেম্বর    বুধবার       ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস                গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর           সন্ধ্যা ৭.৩০
১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বাংলাদেশ লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস               গ্রীনপার্ক স্টেডিয়ামে, কানপুর        সন্ধ্যা ৭.৩০
১৭ সেপ্টেম্বর    শনিবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস               হোলকার স্টেডিয়াম, ইন্দোর             দুপুর ৩.৩০
১৭ সেপ্টেম্বর    শনিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস                হোলকার স্টেডিয়াম, ইন্দোর           সন্ধ্যা ৭.৩০
১৮ সেপ্টেম্বর    রবিবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস                    হোলকার স্টেডিয়াম, ইন্দোর          দুপুর ৩.৩০
১৮ সেপ্টেম্বর    রবিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস                     হোলকার স্টেডিয়াম, ইন্দোর            সন্ধ্যা ৭.৩০
১৯ সেপ্টেম্বর    সোমবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস              হোলকার স্টেডিয়াম, ইন্দোর           সন্ধ্যা ৭.৩০
২১ সেপ্টেম্বর    বুধবার      ইন্ডিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস                        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন       সন্ধ্যা ৭.৩০
২২ সেপ্টেম্বর  বৃহস্পতিবার   ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস       রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন    সন্ধ্যা ৭.৩০
২৩ সেপ্টেম্বর    শুক্রবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস         রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন      সন্ধ্যা ৭.৩০
২৪ সেপ্টেম্বর    শনিবার    ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডস                        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন         সন্ধ্যা ৭.৩০
২৫ সেপ্টেম্বর    রবিবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস                রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন           দুপুর ৩.৩০
২৫ সেপ্টেম্বর    রবিবার    অস্ট্রেলিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস        রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন            সন্ধ্যা ৭.৩০
২৭ সেপ্টেম্বর    মঙ্গলবার    শ্রীলঙ্কা লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস               বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর               দুপুর ৩.৩০
২৭ সেপ্টেম্বর    মঙ্গলবার    ইংল্যান্ড লেজেন্ডস বনাম অস্ট্রেলিয়া লেজেন্ডস           বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                 সন্ধ্যা ৭.৩০
২৮ সেপ্টেম্বর    বুধবার             সেমিফাইনা-১                                                     বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                   সন্ধ্যা ৭.৩০
২৯ সেপ্টেম্বর    বৃহস্পতিবার    সেমিফাইনা-২                                                      বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                  সন্ধ্যা ৭.৩০
১ অক্টোবর        শনিবার    ফাইনাল                                                                      বীর নারায়ন স্টেডিয়াম, রায়পুর                 সন্ধ্যা ৭.৩০

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন