বাংলায় ভোট পরবর্তী হিংসায় উদ্বিগ্ন, শান্তি রক্ষার আবেদন রাজ্যপালের

  • ভোটের ফল বেরোতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি
  • অভিযুক্ত তৃণমূল এবং বিজেপি

debamoy ghosh | Published : May 25, 2019 12:03 PM IST


লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। এমন কী প্রাণহানির ঘটনাও ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই হয় অভিযুক্ত শাসক দল তৃণমূল, না হলে অভিযোগের তির বিজেপি-র দিকে। এই অবস্থায় রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানালেন উদ্বিগ্ন রাজ্যপাল।

এ দিন রাজভবনের পক্ষ থেকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে রাজ্যপাল রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে শান্তি বজায় রাখার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি ভোটদানের জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদও জানিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে রাজ্য এবং দেশের উন্নয়নের জন্য সবপক্ষকে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছেন। 

Latest Videos

প্রসঙ্গত কয়েকদিন আগেই বিজেপি-র একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে ভোট  পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে এসেছিল বিজেপি। বাস্তবে দেখা যাচ্ছে, ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতেও নদিয়ার চাকদহে এক বিজেপি সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ওই যুবককে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূলও। আবার বীজপুরের মতো অনেক জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। এ ছাড়াও ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। সেখানেও বিজেপি-র বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠছে।

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman