আসছে 'গোত্র', মুক্তি পেল তার নতুন গান 'নীল দিগন্তে'

রবীন্দ্রনাথের গানকে নতুন করে  সঙ্গী  করেই আবার ফিরল ' গোত্রে '
 শিবপ্রসাদ ও নন্দিতা জুটির পরবর্তী ছবি' গোত্র'
জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে এই ছবি
তারআগে মুক্তি পেল ' গোত্র 'র নতুন গান' নীল দিগন্তে'

বাঙালি আর রবীন্দ্রনাথের  এক আত্মিক সম্পর্ক। আর সেই সূত্র ধরেই যেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ে-র নয়া ছবিতে স্থান পেলেন বাঙালির বিশ্ব-কবি। রবি কবি-র একটি বিখ্যাত রয়েছে 'ওই নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগল'। এই গানকে  ভিত্তি করেই 'নীল দিগন্ত' নামে এই গানের অবতারণা  'গোত্র'- ছবিটিতে। সেই গান প্রকাশ পেয়েছে শুক্রবার। তবে, রবীন্দ্রনাথের গানটি-কে হুবহু অনুসরণ করা নয় চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্য চট্টোপাধ্যায় এখানে গানের ভাব এবং কয়েকটি কথাকে অবলম্বন করেই এই গানটি তৈরি করেছেন। 

জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিছুদিন আগেই ছবির পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে, যা ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে।'কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি' এই প্রশ্নই টিজারে দর্শকদের দিকে ছুড়ে দিয়েছেন পরিচালক। ছবিটিতে রয়েছেন অনুসুয়া মজুমদার, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র , মানালি দে, ও নাইজেল আকারা।  এই গানের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে ঝুমা ও তারেকের সদ্য শুরু হওয়া মিষ্টি প্রেমের গল্প। ঝুমার চরিত্রে অভিনয় করেছেন মানালি ও তারেক এর চরিত্রে নাইজেল। রবীন্দ্রনাথের ' নীল দিগন্তে' গান থেকে অনুপ্রাণিত এই গানটি। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় , গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ।  শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি অসাধারণ ভাবে ফুটে উটেছে। আবির খেলা, খুনসুটি সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এই বর্ষাতেও এক টুকরো  বসন্তের ছোঁয়া লাগলো সবার মনে। 

Latest Videos

 শিবু - নন্দিতার জুটি এর আগেও তাঁদের ছবিতে  রবীন্দ্রনাথের গানের ও কবিতার  ছোঁয়া দিয়েছেন। এবার সেই আভাস আবার পাওয়া যাচ্ছে 'গোত্র'র প্রথম গানেই। সবমিলিয়ে আশা করা যায় এই ছবিতেও আবার  দর্শকদের মুখে হাসি ফোটাবে এই জুটি। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি