ছত্রপতি শিবাজী প্রেক্ষাপটে বিজ্ঞাপন, অক্ষয় বয়কটের ডাক নেট দুনিয়ায়

Published : Jan 08, 2020, 07:17 PM IST
ছত্রপতি শিবাজী প্রেক্ষাপটে বিজ্ঞাপন, অক্ষয় বয়কটের ডাক নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

বিজ্ঞাপনে অভিনয়ে বিপত্তি আবারও বয়কটের ডাক ট্রোলের শিকার অক্ষয় নিরব অক্কি 

চলতি বছরের শুরু থেকেই অক্ষয় কুমারকে একের পর এক তোপের শিকার হতে হচ্ছে নেট দুনিয়ায়। একদিকে বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে মহা সমারহে চলছে গুড নিউজ, অন্যদিকে একের পর এক ব্যাড নিউজে জড়িয়ে পড়ছেন অক্ষয় কুমার।  কয়েকদিন আগেই এক ভুঁয়ো ছবিকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোপের মুখে পড়তে হয়েছিল অক্ষয়কে। 

আরও পড়ুনঃ সিএএ সমর্থনে জুহি, সরকারের পক্ষে মুখ খুলে দিলেন দায়ের পাঠ

এবার পালা বিজ্ঞাপনের। সম্প্রতি দেখা গিয়েছিল একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে অভিনয় করতে। সেখানেই দেখা যায় ছত্রপতি শিবাজীর সেনারা যুদ্ধ জয় করে ফেরে। কিন্তু সেখানে তাঁদের জামা কাপড় নোংরা থাকার কারণে তাঁদের মহিলা মহলের রোষের মুখে পড়তে হয়। তখনই অক্ষয় কুমারের সংলাপে শোনা যায় যে, মহারাজের যোদ্ধারা কেবল শক্রদের ধুতেই জানেন না, পাশাপাশি কাপড়ও ধুতে পারেন তারা। 

 

 

এতেই নেটদুনিয়ার একাংশ খেপে উঠল অক্ষয় কুমারের বিরুদ্ধে। উঠল অক্ষয় কুমার বয়কটের ডাক। বিজ্ঞাপনটিও বয়কট করার কথা বলেন অনেকে। কেন ডিটার্জেন্ট সংস্থা এই ধরনের মশকরা করেছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও এই বিষয় এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি অক্ষয় কুমার। এই নিয়ে দু-দুবার অক্ষয় বয়কটের ডাক উঠল নেট দুনিয়ায়।  

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?