সঙ্কটের মুখে সিনেমাহলের মালিকেরা, খবর চোখে পড়তেই পাশে দাঁড়ালেন অক্কি

Published : Apr 21, 2020, 06:03 PM ISTUpdated : Apr 22, 2020, 10:32 AM IST
সঙ্কটের মুখে সিনেমাহলের মালিকেরা, খবর চোখে পড়তেই পাশে দাঁড়ালেন অক্কি

সংক্ষিপ্ত

বন্ধ দেশের সমস্ত সিনেমাহল আর্থিক সঙ্কটের মুখে মালিকেরা লোন তুলে তবেই দেওয়া সম্ভব মাইনে চোখে পড়তেই পাশে দাঁড়ানোর কথা জানালেন অক্ষয় 

করোনার কোপে ক্ষতির মুখে এখন বিনোদন জগতও। লক ডাউনের আগে থেকেই বন্ধ রয়েছে সিনেমাহল। যার প্রভাব পড়েছে মালিকদের ওপর। নেই দিনের চারটে শো, নেই হাউসফুূলের বোর্ড। কিন্তু প্রেক্ষাগৃহকে প্রতিমুহূর্তে দেখে শুনে রাখতে হচ্ছে। দিতে হচ্ছে কর্মীদের মাইনে। এমন অবস্থাতেই সমস্যায় পড়তে হচ্ছে মালিকদের। 

আরও পড়ুনঃ গ্যালাক্সি এখন যেন বিগ বস-এর ঘর, কোয়ারেন্টাইন বদলে দিল সমীকরণ

করোা মোকাবিায় এগিয়ে এসেছে তারকারা। বলিউড সাধ্যমত দাঁড়িয়েছে মানুষের পাশে। অর্থ সাহায্য করেছেন বহু তারকাই। খানেদের পাশাপাশি বিপদের দিনে এগিয়ে এসেছেন অক্ষয় কুমারও। দেশের প্রতিটা সংকটের মুহূর্তেই পাশে থাকেন তিনি। এবার করোনার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ২৫ কোটি টাকা। এবার সিনেমাহলের মালিকদের পাশে দাঁড়ালেন তিনি। 

 

 

সিনেমা হলের বন্ধ আয়। তবে কর্মীদের পারিশ্রমিক দিতেই হবে এই কয়েকমাস। এমন পরিস্থিতিতে লোন নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এমনই এক রিপোর্ট অক্ষয় কুমার পড়েছিলেন সংবাদপত্রে। তা চোখে পড়া মাত্রই সরব হলেন অক্কি। জানালেন তিনি সাহায্য করবেন। পাশাপাশি তিনি পিছিয়ে দিয়েছেন তাঁর ছবির মুক্তিও। সূর্যবংশী মুক্তি পাচ্ছে না এখনই। মানুষের সুরক্ষা আগে। জানিয়েছেন অক্ষয় কুমার। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার