১১ বছর আগেই গাঁটছড়া বাঁধার কথা ছিল আলিয়া-রণবীরের, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published : Dec 06, 2019, 04:06 PM IST
১১ বছর আগেই গাঁটছড়া বাঁধার কথা ছিল আলিয়া-রণবীরের, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

সংক্ষিপ্ত

২০০৮ সালেই বালিকা বধূ হতে চলেছিলেন আলিয়া রণবীরের সঙ্গে বিয়ে সারতেন তিনি ১১ বছর আগেই উদ্যোগ নিয়েছিলেন সঞ্জয়লীলা বনশালি প্রকাশ্যে এই খবর জানালেন রণবীর নিজেই

আলিয়া রণবীরের প্রেম পর্ব নিয়ে একাধিক জল্পনা বি টাউনে ঘুরে বেড়ালেও এবার তাঁদের সম্পর্ক নিয়ে নয়া তথ্য  প্রকাশ্যে এল। কবে বিয়ে করছেন বলিউডের এই হট জুটি, তা নিয়ে যখন চারদিকে জল্পনা তুঙ্গে, তখনই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। আজ থেকে এগারো বছর আগেই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল এই জুটির। তবে বাস্তবে নয়, পর্দায়।

এই জুটিকে পর্দায় এক সঙ্গে দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। ভক্তদের মনে একটাই প্রশ্ন, এই জুটির অনস্ক্রিন রসায়ণ কেমন থাকবে! সম্প্রতি ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং নিয়ে শেষ করলেন আলিয়া রণবীর। সেই ছবিতেই হাতে খড়ি হচ্ছে জুটি হিসেবে এই দুই তারকার। কিন্তু এই সাধ অনেক আগেই পুরণ হতে পারত। 

 

 

পরিচালক সঞ্জয়লীলা বনশালির ইচ্ছে ছিল বহু আগেই এই জুটিকে নিয়ে কাজ কারর। কিন্তু তেমনচা আর হয়ে ওঠেনি। ছবির নাম ছিল বালিকা বধূ। ছবির প্রচারে এসে প্রকাশ্যে এবার এমনটাই জানালেন রণবীর। ফলে বোঝাই যায় যে পর্দাতে একসঙ্গে আসার জন্য তাঁদের আর এগারো হবছরের অপেক্ষায় থাকতে হত না। ২০০৮ সালেই একে অন্যের গলায় অনস্ক্রিন মালাটা দিয়েই দিতেন। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?