ফের করোনায় আক্রান্ত আমেরিকান অভিনেতা অ্যারন, খাবারে স্বাদ না পেতেই সন্দেহ বাড়ে তারকা

  • ফের করোনায় আক্রান্ত আমেরিকান অভিনেতা।
  • আমেরিকান অভিনেতা তথা সঙ্গীতশিল্পী অ্যারন তাভেৎ সম্প্রতি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।
  • ইনস্টাগ্রামে পোস্ট করে সংক্রমক হওয়ার কথা প্রকাশ্যে আনলেন অ্যারন।

Adrika Das | Published : Mar 24, 2020 5:21 PM IST

আমেরিকান অভিনেতা তথা সঙ্গীতশিল্পী অ্যারন তাভেৎ আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। ৩৬ বছর বয়সী তারকা নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি নিজের পোস্টে লেখেন গত দু' সপ্তাহ ধরে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। অর্থাৎ ১২ মার্চ, যেদিন ব্রডওয়ে অনুষ্ঠানগুলি বন্ধ করার নির্দেশ আসে, সেদিন থেকে তিনি গৃহবন্দি। এখন অবশ্য নাকি কিছুটা ভালো আছেন অ্যারন।

আরও পড়ুনঃকোয়ারেন্টানে অতিষ্ট না হয়ে বাড়িয়ে তুলুন ইমিউনিটি, ফলো করুন ক্যাটরিনার রুটিন

আরও পড়ুনঃটাকার বিনিময় নিজেদের করোনায় আক্রান্ত বলছেন সকলে, বিস্ফোরক অভিযোগ কার্ডি বি-র

 

 

তিনি এও জানান, যে তাঁর শরীরে লক্ষণগুলি খুব অল্পই ছিল। খাবারের স্বাদ পাচ্ছিলেন না, কোনও গন্ধ পাচ্ছিলেন না, এই ভাবেই তিনি সন্দেহ করেন তাঁর স্বাস্থ্যে পার্থক্য দেখা দিচ্ছে। হলিউডে একে একে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফের এক হলিউড অভিনেতার জীবনে কোপ পড়ল করোনার। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তেরক তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে। 

আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ার হটকেক শর্মিষ্ঠা, রইল অভিনেত্রীর সেরা কিছু ছবি

এই সকল তারকাদের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনে কার্ডি জানান, এনাদের অনেকেরই করোনা ভাইরাসের কোনও লক্ষণ ছিল না। তাহলে তাঁরা জানলেন কীকরে যে তাঁদের টেস্ট করাতে হবে। কোনও লক্ষণ ছাড়াই হঠাৎ করে করোনা টেস্ট করিয়ে নেওয়া বিষয়টি কার্ডির কাছে একেবারেই সহজ মনে হয়নি। তাই তিনি ঘটনাগুলিকে পেড পাব্লিসিটি বলে দাবি করেন। কার্ডির মতে এই প্রত্যেক তারকাই নাকি করোনা টেস্টের ভুয়ো খবর পেশ করার জন্য টাকা পাচ্ছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

Share this article
click me!