'টিন'-এর ঘরে বাকি মাত্র ৪৩ দিন, জীবনের এই শেষ ৪৩ দিন নিয়ে আবেগঘন পোস্ট বিগ বি-র

  • বছর শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি
  • এখন থেকেই শুরু হল কাউন ডাউন
  • শেষ হচ্ছে নাইনটিন, সঙ্গে শেষ হচ্ছে টিন-এর কোটা
  • সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অমিতাভ 

নতুন বছর আসতে হাতে এখনও বাকি বেশ কিছু দিন। অথচ দেড় মাস আগে থেকেই শুভেচ্ছা বার্তায় ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সেই তালিকায় নাম লেখালেন অনেকেই। শেষ হতে চলেছে ২০১৯ সাল। এই বছরটি যেমন শেষ হবে ৩১ ডিসেম্বর, তেমনই শেষ হবে দশকের ঘরের বছর। কারণ ৩১ ডিসেম্বরের রাত পোহালেই সকলে পা রাখবে ২০-র কোটায়। 

দশকে বাঁচা আর হবে না। টিনের ঘর দেখা হবে না বর্তমানে জীবিত সকলেরই। কারণ তা ফিরে আসতে লাগবে আবারও ৯০ বছর। তাই এ জীবনের মত শেষ বার (নাইনটিন)টিন-এ বাঁচার আশ মিটিয়ে নিক সকলেই। এখনও হাতে রয়েছে ৪২ দিন। শুরু হয়ে গেল জীবনের শেষ কটা টিন বছরের কাউন ডাউন। 

Latest Videos

 

 

এমনই কথা স্মরণ করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সোমবার পোস্ট করলেন বিগ বি। অমিতাভ বচ্চন এদিন লেখেন- টিন-এর আর শেষ ৪৩ দিন। আরেকটা টিন দেখার জন্য বেঁচে থাকব না। কারণ অনেকটা সময় বাকি আছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট কার মাত্রই বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এবং বছর শেষ হওয়া বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় টিন শেষের কাউন ডাউন। 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed