বলিউডে আরও এক নতুন জুটি, আসছে অনন্যা পান্ডে ও ইশান খট্টরের পরবর্তী ছবি

Published : Aug 28, 2019, 05:40 PM ISTUpdated : Aug 28, 2019, 05:46 PM IST
বলিউডে আরও এক নতুন জুটি, আসছে অনন্যা পান্ডে ও ইশান খট্টরের পরবর্তী ছবি

সংক্ষিপ্ত

'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২' দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন অনন্যা পান্ডে 'পতি পত্নী অউর ও' ছবির শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন তিনি আসতে চলেছে অনন্যা আরও একটি ছবি ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ইশান খট্টরকে  

'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২' দিয়ে বলিউডে অভিষেক ঘটান অনন্যা পান্ডে। এই মুর্হুতে অনন্যা ব্যস্ত রয়েছেন 'পতি পত্নী অউর ও' শ্যুটিং-এ। 'পতি পত্নী অউর ও' ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ান ও ভূমি পেদনেকর -কে। ছবির শ্যুটিং চলছে আপাতত লখনৌ শহরে। আর এর মধ্যেই এল আর একটি নতুন ছবির খবর। চাঙ্কি পান্ডে কন্যা এরপর অভিনয় করতে চলেছেন অপর আরও একটি বলিউড ছবিতে নাম- 'কালি পিলি'। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ইশান খট্টরকে। এর আগে ইশান খট্টরকে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরের সঙ্গে 'ধড়ক'-এ। সম্প্রতি একটি সিনেমাটির একটি ছবি মুক্তি পেয়েছে।

 আরও পড়ুন 'কাস্টিং কাউচ'-এর শিকার হয়েছিলেন বিদ্যা বালান, মুখ খুললেন অভিনেত্রী

এর আগে দর্শক 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২' ছবিতে টাইগার শ্রফের সঙ্গে দেখেছেন। এরপর পরবর্তী ছবিতে ইশান খট্টরের সঙ্গে দেখা যাবে তাঁকে। আশা করা যাচ্ছে সেপেটম্বর থেকেই তাঁর পরবর্তী ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে। লাভ-স্টোরি হবে বলেই আশা করা যাচ্ছে। আলি আব্বাস জাফর ছবিটির প্রযোজনা করবেন। ১৫ সেপেটম্বর থেকে মুম্বইতে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 

অনন্যা পান্ডে এবং ইশান খট্টরের এই নতুন ছবি নিয়ে আশাবাদী সকলেই।    

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার