যৌন নিগ্রহের শিকার নিক, যুবতীর ভিডিও মুহুর্তে ভাইরাল নেট দুনিয়ায়

কনসার্ট চলার সময় বেজায় বিপাকে পড়েন প্রিয়ঙ্কার বর

যুবতীর স্পর্শে হতবাক নিক

মুহুর্তে ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়

ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা

অনুষ্ঠানের চলাকালিনই সরব হলেন নিক। পপ স্টার নিকের জনপ্রিয়তা বেজায় তুঙ্গে। স্টারকে কাছে দেখতে পেয়ে অনেকেই একটা সেলফি কিংবা হাত মেলানোর আশা করে থাকেন। সুযোগ সুবিধে মত তারকারাও ফ্যানেদের ডাকে সারা দেন। কিন্তু কনসার্ট টচলাকালিন যদি কেউ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে তবে বিষয়টা খানিকটা ভিন্ন হয়। 

সম্প্রতি এমনই অভিজ্ঞতা হল প্রিয়ঙ্কার বর নিকের। নিক জোনাস ব্রাদার্সের কনসার্টে উপস্থিত এক যুবতী নিককে এমনভাবে স্পর্ষ করে যা নিককে অস্বস্তিতে ফেলে দেয়। ভিডিওটি মুহুর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এখানেই শেষ নয় খবরের শীরোনামে এই মহিলার নাম উঠে আসার পর থেকেই নিক ভক্তরাও সরব হয়েছেন নেট দুনিয়ায়। 

Latest Videos

 

 

ঘটনাকে কেন্দ্র করে যদিও প্রকাশ্যে কোন কথাই বলতে নারাজ ছিলেন নিক-প্রিয়ঙ্কা। তবে ভক্তদের বিপুল সাড়া পেয়ে পরিশেষে নিক মুখ খোলেন। জানান, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। হ্যাপিনেস বিইং ট্যুর-এ লস অ্যাঞ্জেলসে পার্ফম করছিলেন নিক। তখনই ঘটে এই ঘটনা। প্রথমে পায়ে হাত দেন মুবতী, তারপর তা ধৈর্য্যের সীমা পার করলে নিক চমকে উঠে পেছনে ফেরেন। কড়া নজরেই এক প্রকার জবাব দেন। ঘটনাটি মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা।  

Share this article
click me!

Latest Videos

'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia