মনোমালিন্য মিটিয়ে আবারও একই ফ্রেমে দেব-মহেন্দ্র সোনি, শীঘ্রই আসতে চলেছে সুখবর

Published : Oct 26, 2019, 05:31 PM IST
মনোমালিন্য মিটিয়ে আবারও একই ফ্রেমে দেব-মহেন্দ্র সোনি, শীঘ্রই আসতে চলেছে সুখবর

সংক্ষিপ্ত

আবারও এসভিএফ-এ ফিরছেন দেব বিবাদ মিটিয়ে আবারও নতুন ছবি সাক্ষর দেবের পরিচালনায় থাকতে পারেন ধ্রুব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

এক সময় এসভিএফের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন দেব। তবে দেব এন্টারটেইমেন্ট তৈরি হওয়ার পরই বেজায় সম্পর্কে জটিলতা সৃষ্টি হয় তাঁদের। এসভিএখ থেকে বেড়িয়ে আসেন দেব। তারপর থেকে নিজের ব্যানারেই ছবি করে চলেছেন দেব। কিন্তু কোথাও গিয়ে যেন এবার সেই সম্পর্কের উষ্ণতা খানিক স্বাভাবিক হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটাই খবর। এসভিএফ-এ আবারও ফিরছেন দেব। দীপাবলির আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এমনই খবর প্রকাশ্যে নিয়ে এলেন মহেন্দ্র সোনি। টলিউডে একসময় হাতেখড়ি অভিনেতার এই প্রযোজনার হাত ধরেই সেখানে আবারও ফিরে আসার খবর ছড়িয়ে পড়া মাত্রই ভক্তদের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধ পায়।

 

 

এখানেই শেষ নয়, কেবল যে সম্পর্ক ভালো হয়েছে এমনটা নয়, বরং তাঁরা এক সঙ্গে আবারও ছবি তৈরি করতে চলেছেন। এমনটাও শোনা যাচ্ছে কান পাতলে। যদিও মহেন্দ্র সোনির প্রফাইলে ক্যাপসন লক্ষ্য করলেও তার আন্দাজ পাওয়া যায়। ছবির পরিচালনায় থাকছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কারণ সেই ছবিতে দেব মহেন্দ্র সঙ্গে দেখা মিলেছে ধ্রুবরও। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?