আবার নতুন প্রেম কৃষ্ণকলির মনে! পুরানো বিবাদ ভুলে কার সঙ্গে সম্পর্কে জড়ালেন তিয়াশা?

Published : Feb 19, 2025, 11:53 AM IST
Tiyasha

সংক্ষিপ্ত

আবার নতুন প্রেম কৃষ্ণকলির মনে! পুরানো বিবাদ ভুলে কার সঙ্গে সম্পর্কে জড়ালেন তিয়াশা?

দীর্ঘ দিনের বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে শুরু হয় প্রেম। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় দুই মুখ তিয়াশা লেপচা ও সোহেল দত্ত। 'কৃষ্ণকলি' নাম শুনলেই আগে তিয়াশার কথা মাথায় আসে। অবশ্য এখন তিনি 'রোশনাই' নামেই বেশি পরিচিত। অন্যদিকে মিত্তির বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে সোহেলকে।

২০২৩ সালে তাঁদের সম্পর্ক নিয়ো জোর জল্পনা শুরু হয়। সেই বছরে সম্পর্কে সিলমোহর দেন তিয়াশা। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই বিচ্ছেদের সুর ভেসে আসে। কিন্তু হঠাৎ ফের একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। ভ্যালেন্টাইনস ডে-তে ফের এক হতে দেখা গিয়েছে তিয়াশা ও সোহেলকে। এই নিয়ে সরাসরি মুখও খুলেছেন তিয়াশা।

তিয়াশা জানিয়েছেন, " প্রেম ছিল, কিন্তু বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল দূরত্ব। ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছিল তাই আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আলাদা থাকতে গিয়ে বুঝলম যে সোহেলের অভাব বুঝতে পারছি। শুধু আমি একা নই, সোহেলও বুঝেছে যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না। "

এ ছাড়াও তিয়াশা বলেছেন, " ওর কথা একা এক বাক্যে মেনে চলব। কারণ আমি মানুষ চিনতে ভুল করি। সিদ্ধান্ত নিতে ভুল করি। কিন্তু ও পারে।"

অবশেষে সব মান অভিমান ভুলে ফের একসঙ্গে হয়েছে এই জুটি। প্রেম দিবসে নিজেদের ছবিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। বহুদিন পর আবার প্রিয় জুটিকে একসঙ্গে দেখে বেশ খুশিই হয়েছেন অনুরাগীরা।

তিয়াশা বলেছেন তাঁদের মান অভিমান বেশ কিছু মানুষের জন্য বেড়ে গিয়েছিল যারা আদতে তাঁদের বন্ধু নন। তাই আর ভুল না করে বা ভু বোঝাবুঝি শেষ করে ফের হাতে হাত দিতে দেখা গিয়েছে এই টেলিজুটিকে।

PREV
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?