সন্তান ছবির প্রিমিয়ারে কাঞ্চনের ছেলে ওশ ও তার সম্পর্কে মন্তব্য করেছেন শ্রীময়ী। তিনি বলেছেন, ওশ চাইলে তাদের কাছে থাকতে পারে।
সদ্য় সন্তান ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন শ্রীময়ী। আর সেই ছবি দেখে আবেগের বসে বিশেষ মন্তব্য করেন নায়িকা। বলেছিলেন, কাঞ্চনের কাছে এখনও ওশের সমান গুরুত্ব আছে। প্রিমিয়ারে শ্রীময়ী বলেন, বিয়ের আগে দেখেছি, পরীক্ষার ফল প্রকাশ থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের কথা- সব হত কাঞ্চনের সঙ্গে। ছেলে ভালো কিছু করলেই কাঞ্চন বলত দেখ আবার ছেলে কত ভালো করেছে। সেই আবেগ এখনও আছে। এখনও ছেলেকে প্রচণ্ড ভালোবাস। প্রতি পদে মিশ করে। জানি না ওশ বড় হয়ে তা বুঝবে কি না। তবে, আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনও দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেব না।
শ্রীময়ীর এই মন্তব্যের উত্তর দিলেন পিঙ্কি। ওশ যদি তাদের সঙ্গে থাকতে চায় তাহলে সে বাধা দেবে না। শ্রীময়ীর এই মন্তব্যের মোক্ষম জবাব দিলেন পিঙ্কি। বললেন, ধন্যবাদ ওঁর মহান উক্তির জন্য। ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওঁরা খুব ভালো থাকুন। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি। যা হয়েছে ভালো হয়েছে।
কাঞ্চন ও পিঙ্কির ছেলে ওশ। ছেলে যখন ১০ বছর বয়স তখন কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদ হয়। তাঁর মাস কয়েকের মধ্যে কাঞ্চন দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের কন্যা সন্তানের জন্ম হয়েছে সদ্য। নতুন মা হওয়ার পর খবরে এলেন শ্রীময়ী। এবার কাঞ্চনের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে মন্তব্য করেন।