ভরপুর বিনোদনে বছর ভর দর্শকদের মন কেড়েছে এই কয়টি সিরিয়াল, দেখে নিন কী কী

২০২৪ সালে দর্শকদের মন জয় করে নেওয়া জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির একটি ঝলক। ফুলকি, কথা, গীতা এলএলবি, জগদ্ধাত্রী এবং নিমফুলের মধুর মতো সিরিয়ালগুলি বিভিন্ন কাহিনী ও চরিত্র নিয়ে দর্শকদের বিনোদন দিয়েছে।

২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানানোর পালা। ভালো খারাপ মিলিয়ে সকলের বছরটাই কেটেছে ভাবে। তেমনই TRP-র রেটিং-এ ভালো ও খারাপ উভয় সময় গিয়েছে সিরিয়ালেরও। ভরপুর বিনোদনে বছর ভর দর্শকদের মন কেড়েছে এই কয়টি সিরিয়াল, দেখে নিন কী কী।

 

Latest Videos

ফুলকি

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি ফুলকি। ফুলকি গ্রামের মেয়ে। তার বিয়ে হয়েছে এক অনুভূতিপ্রবণ মানুষের সঙ্গে। স্ত্রীর প্রতিভা আনতে চায় সে। নানা প্রতিকূলতা, পরকীয়া, নানান জটিলতার মধ্যে এগিয়েছে গল্প। সিরিয়ালের প্রধান চরিত্রে দিব্যাণী মণ্ডল ও অভিষেক বসু নজর কেড়েছেন। পরিচালনায় রাজেন্দ্র প্রসাদ দাস।

কথা

সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য নজর কেড়েছে বছর ভর। রেটিং চার্টেও প্রথম পাঁচে স্থান সব সময় পেয়েছে কথা ধারাবাহিক। সিরিয়ালের প্রধান চরিত্রে সাহেব ও সুস্মিতা দে।

গীতা এলএলবি

সারা বছর খবরে ছিল গীতা এলএলবি। এই সিরিয়াল ২০২৪ সালে ছিল খবরের শীর্ষে। শাশুড়ি-বৌমার গল্প থেকে এক মেয়ের মা-বাবার স্বপ্ন পূরণের কাহিনি উঠে এসেছে সিরিয়ালের। এই সিরিয়াল বারে বারে এসেছে খবরে।

জগদ্ধাত্রী

শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, দেবলীনা দত্ত, নীল মুখোপাধ্যায়, অলোক সান্যাল -র মতো জনপ্রিয় অভিনেতা আছেন সিয়িরালে। এই সিরিয়ালে নানান কাহিনি উঠে এসেছে। প্রায় ২ বছর পরেও জগা আর সয়ম্ভূ-র আকর্ষণ অপ্রতিরোধ্য।

নিমফুলের মধু

নিমফুলের মধু সিরিয়ালটিও বেশ খ্যাতি পেয়েছে সারা বছর। পল্লবী শর্মা, রুবেল দাস থেকে সুব্রত গুহ রায় সকলে নজর কেড়েছে সকলের। সারা বছর খবরে ছিল এই সিরিয়াল।

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ