বছরের শুরুতে TRP-তে বড় চমক, ফুলকি-কে টেক্কা দিয়ে এগিয়ে গেল গীতা, দেখে নিন বাকিরা কে কোন স্থানে

Published : Jan 03, 2025, 06:23 PM IST
bengali serial

সংক্ষিপ্ত

বছর শেষের টিআরপি তালিকায় বড় চমক। ফুলকি ও কথাকে টপকে শীর্ষে গীতা এলএলবি। ৮.২ রেটিং নিয়ে প্রথম স্থান দখল।

বছর শেষের ধারাবাহিকের টিআরপি-র তালিকায় মিলল বড় চমক। গত কয়েক সপ্তাহ ধরে শীর্ষে ছিল ফুলকি আর কথা। কিন্তু, শেষ সপ্তাহে বাজি জিতল গীতা এলএলবি। পুরো ঘুরে গেল খেলা। বড়দিনের সপ্তাহের দ্বিতীয় স্থানে ছিল গীতা এলএলবি। কিন্তু, ২০২৫-এ ভাগ্য বদল হল গীতা এলএলবি-র। এবার একেবারে প্রথম স্থানে জায়গা করে নিল। এই ধারাবাহিরে প্রাপ্ত নম্বর ৮.২। তেমনই দ্বিতীয় স্থানে আছে ফুলকি। জি বাংলার এই সিরিয়াস। ৮.২ হল এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর। আর তৃতীয় স্থানে কথা। এই সিরিয়ালের নম্বর ৭.৮। জেনে নিন এই সপ্তাহে কোন সিরিয়াল আছে কত নম্বরে।

টিআরপি-র তালিকায় প্রথম স্থান দখল করেছে সিরিয়াল গীতা এলএলবি। এই সিরায়ালের দেখা মেলে স্টার জলসায়। এই সপ্তাহে গীতা এলএলবি-র রেটিং ৮.২। গত সপ্তাহে যা ছিল ৭.৯।

টিআরপি-র তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে সিরিয়াল ফুলকি। এই সিরায়ালের দেখা মেলে জি বাংলায়। এই সপ্তাহে ফুলকি-র রেটিং ৮.১। গত সপ্তাহে যা ছিল ৭.৯।

টিআরপি-র তালিকায় তৃতীয় স্থান দখল করেছে সিরিয়াল কথা। এই সিরায়ালের দেখা মেলে স্টার জলসায়। এই সপ্তাহে কথা-র রেটিং ৭.৮। গত সপ্তাহে যা ছিল ৭.৭।

তৃতীয় স্থানে আছে দুটি সিলিয়াল। টিআরপি-র তালিকায় তৃতীয় স্থান দখল করেছে সিরিয়াল পরিণীতা। এই সিরায়ালের দেখা মেলে জি বাংলায়। এই সপ্তাহে পরিণীতা-র রেটিং ৭.৮। গত সপ্তাহে যা ছিল ৭.৭।

টিআরপি-র তালিকায় চতুর্থ স্থান দখল করেছে সিরিয়াল জগদ্ধাত্রী। এই সিরায়ালের দেখা মেলে জি বাংলায়। এই সপ্তাহে জগদ্ধাত্রী-র রেটিং ৭.৬। গত সপ্তাহে যা ছিল ৭.৮।

টিআরপি-র তালিকায় পঞ্চন স্থান দখল করেছে সিরিয়াল উড়ান। এই সিরায়ালের দেখা মেলে স্টার জলসায়। এই সপ্তাহে উড়ান-র রেটিং ৭.২। গত সপ্তাহে যা ছিল ৭.৩।

টিআরপি-র তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৬.৮।

টিআরপি-র তালিকায় সপ্তম স্থান দখল করেছে সিরিয়াল তেঁতুল পাতা। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৬.৪।

টিআরপি-র তালিকায় অষ্টম স্থান দখল করেছে সিরিয়াল শুভ বিবাহ। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৬.০।

টিআরপি-র তালিকায় নবম স্থান দখল করেছে সিরিয়াল আনন্দী। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৫.৯।

টিআরপি-র তালিকায় দশম স্থান দখল করেছে সিরিয়াল মিত্তির বাড়ি। এই সপ্তাহে এই সিরিয়ালের রেটিং ৫.৭।

এদিকে আবার জি বাংলার মেগাগুলো বন্ধের খবর আসছে তা মিঠিঝোরা আর মালাবদল। বর্তমানে দুটিই ৪৫ মিনিট ধরে সম্প্রচার হচ্ছে। এদিকে, তাতেও তেমন রেটিং আসছে না। এই সপ্তাহে ৪.৩ এবং ২.৭ রেটিং এসেছে। বিকেলের স্লটে পাঠাতেও সেভাবে দর্শক সংখ্যা বাড়েনি। তেমনই আবার দুই শালিক সিরায়লটিও (৫.২ রেটিং) স্লট তো হারাচ্ছেই, রেটিংও বেশ কম যাচ্ছে বর্তমানে। তা হল ৩.২। সে যাই হোক, এবারের টিআরপি রেটিং-র তালিকায় শীর্ষে স্থান পেল গীতা এলএলবি। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল সিরিয়ালটি। এদিকে আবার জিতে আসছে নতুন সিরিয়াল তোমাকেই ভালোবেসে। এটি মেয়ের কাহিনি উঠে আসবে সিরিয়ালে। প্রধান চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে।

 

PREV
click me!

Recommended Stories

NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া, জিতু সেটে ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ নায়িকা
টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের, এখন কেমন আছেন টেলি তারকা?