'পল' গাওয়ার সময় মিমির চোখে জল অভিনয় নয়, কারণ খুলে বললেন অভিনেত্রী

Published : Oct 25, 2019, 01:12 AM IST
'পল' গাওয়ার সময় মিমির চোখে জল অভিনয় নয়, কারণ খুলে বললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

পল গান গাইবার সময় চোখে জল ছিল মিমির অভিনয় ছিল না, সত্যিই চোখের কোল ভিজেছিল মিমির শ্যুটিং-এর ভিডিও শেয়ার করে বিস্তারিত জানালেন সাংসদ মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও 

বেশ কয়েকদিন ধরেই খবরের শীরোনামে রেয়েছেন মিমি চক্রবর্তী। কারণ তাঁর গান। একের পর এক গান গেয়ে তা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ভক্তদের উদ্দেশে। সেই গানের ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। সম্প্রতি নিজের একটি মিউজিক ভিডিও চ্যানেল প্রকাশ্যে নিয়ে এসেছেন মিমি। 

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে মিমির দ্বিতীয় মিউজিক ভিডিও। গানের নাম পল। গানটি গাইবার সময় মিমির চোখে জল দেখা যায়, সম্পর্কের বিচ্ছেদের গল্প বলা এই গান গাইবার সময় কেন মিমির চোখে জল! তবে কী কোনও স্মৃতি ফিরে এসেছিল মনের কোন! এবার উত্তর দিলেন মিমি চক্রবর্তী নিজেই। 

নাহ এমন কোনও কারণ না ঘটলেও কান্নাটা সেদিন অভিনয় ছিল না। তবে মন ভেঙেছে সাংসদের এমনটাও নয়। প্রচন্ড ঠাণ্ডায় স্বল্প পোশাক পরে শ্যুট করতেই চোখে জল চলে আসে মিমি চক্রবর্তীর। সম্প্রতি প্রকাশ্যে এল পল মিউজিক ভিডিও তৈরির পেছনের গল্প। আর সেখানেই রহস্যের সমাধান ঘটান মিমি চক্রবর্তী। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার