অনুষ্ঠানে মিলল কাহিনি বিশেষ ঝলক, মহিলাদের বৈচিত্রময় জীবনের গল্প বলতে আসছে ‘চিনি ২’
আর মাত্র কটাদিনের অপেক্ষা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চিনি ২’। ফেরে এক মশলাদার কাহিনি নিয়ে আসছেন মৈনাক ভৌমিক। সদ্য এই ছবির উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান।
Sayanita Chakraborty | Published : Jul 29, 2023 3:10 PM / Updated: Jul 29 2023, 03:14 PM IST
১১ অগস্ট মুক্তি পাবে চিনি ২। সদ্য প্রকাশ্যে এল ছবির ট্রেলার ও ছবির গান। এই উপলক্ষ্যে কলকাতার ক্যন্টিন পাব ও গ্রাবে আয়োজিত হয়েছিল এক বিশেষ ইভেন্ট। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক থেকে তারকা-সহ ছবির অন্যান্য সদস্যরা।
ছিলেন পরিচালক মৈনাক ভৌমিক। ছিলেন সঙ্গীত পরিচালক মৈনাক মজুমদার। ছিলেন ছবির প্রধান তারকার মধুমিতা সরকার। সঙ্গে ছিলেন সৌম্য মুখোপাধ্যায়। এদিন চেক শার্টে দেখা যায় সৌম্য মুখোপাধ্যায়কে। আর মধুমিতা পরেছিলেন সবুজ রঙের ট্রাইজার ও কোট। ছবিতে মধুমিতার প্রেমিকের চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে।
এদিন উপস্থিত সকল কলাকুশলীরা ছবিতে নিজের অভিজ্ঞতার কথা জানান। তেমনই পরিচালক মৈনাক ভৌমিক জানান ছবি ঘিরে থাকা তাঁর প্রত্যাশার কথা। চিনি ছবির সাফল্যের রেশ ধরেই তিনি তৈরি করেছেন চিনি ২। তবে, আগের ছবির সঙ্গে এই ছবির গল্প রয়েছে বিস্তর তফাত।
চিনি ছবিতে যেমন মা ও মেয়ের সম্পর্কের রসায়ন দেখা গিয়েছিল। এবার তেমনই এক ভাড়াটে ও বাড়ির মালিকের কাহিনি নিয়ে আসছেন মৈনাক ভৌমিক।
এবারও গল্পের কেন্দ্রে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার নজর কেড়েছে সকলের। যেখানে দেখা যাচ্ছে, অপরাজিতা আঢ্যর ভাড়াটে হলেন চিনি। মর্ডান ভাড়াটে চিনিকে নিয়ে বেজায় সমস্যায় পড়লেন অপরাজিতা। ভাড়াটে ও বাড়ির মালিকের অদ্ভুত সম্পর্কের রসায়ন নিয়ে আসছে ‘চিনি ২’।
কমেডি, ইমোশন, ড্রামা। এক বিশেষ সম্পর্কের রসায়ন ছবির মাধ্যমে ফুটে উঠতে চলেছে। চিনি ছবিতে মা ও মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা ও মধুমিতাকে। এবারা বাড়ির মালিক ও ভাড়াটের ভূমিকায় দেখা দেবেন তারা।
‘চিনি ২’ ছবি ছবিতে থাকছেন মধুমিতা, অপারিজাত আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও পিঙ্কি বন্ধ্যোপাধ্যায়।
এদিকে অনেক আগেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। সেই ছবিতে দেখা গিয়েছিল, লাল রঙের শর্ট ড্রেস পরেছেন মধুমিতা সরকার। অপরাজিতা আঢ্যর পরনে কালো বডিকন লং ড্রেস। পোশাকের সামনে রয়েছে স্লিট। লিলি চক্রবর্তী পরেছেন সাদা ও হলুদ রঙের শাড়ি। আর পিঙ্কি বন্দ্যোপাধ্যায় পরেছেন, লাল সাদা স্ট্রাইপ করা শাড়ি। এই চার জনের চোখে সানগ্লাস। আর সকলের সানগ্লাসের স্টাইল প্রায় একই।
এবার সেই ছবি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে মৈনাক বলেন, তাঁরা ছবির মধ্য দিয়ে মহিলাদের বৈচিত্রময় জীবন ও তাদের অদস্য চেতনা তুলে ধরতে চেয়েছে। সম্পূর্ণ বিনোদনের মাধ্যমে এক বিশেষ কাহিনি পর্দায় উঠে আসছে বলে জানা যায়।
সে যাই হোক, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। ১১ অগস্ট মুক্তি পাবে চিনি ২। মহিলাদের বৈচিত্রময় জীবনের কাহিনি নিয়ে আসছে ‘চিনি ২’, ছবি মুক্তির আগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। যার দরুন খবরে চিনি ২ ছবিটি।