কন্যাশ্রী-রূপশ্রীর কোনও মানে নেই… তবে কি মমতা সরকারকে দুষলেন দেব?

Published : Sep 05, 2024, 10:35 AM IST
bengali actor dev

সংক্ষিপ্ত

বুধবার ঘাটালের কর্মসূচিতে যোগ দেন দেব। সেখান থেকে দিলেন বিশেষ বার্তা। বললেন, মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই। 

মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই। - এমনই বিস্ফোরক উক্তি করেন দেব। আরজি কর কাণ্ড নিয়ে সর্বত্র চলছে প্রতিবাদ। ন্যায় বিচার পাওয়ার আশায় পথে নেমেছেন সাধারণ থেকে সেলেব সকলে। সদ্য আরজি কর নিয়ে মন্তব্য করলেন দেব। তিনি বুধবার ঘাটালের কর্মসূচিতে যোগ দেন। সেখান থেকে দিলেন বিশেষ বার্তা।

দেব বলেন, দুঃখজনক ঘটনা। নিন্দনীয়। এর প্রতিবাদ জানানো উচিত। আর কারও নাম যেন তিলোত্তমা না রাখতে হয়, সেই ব্যবস্থা নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছি, অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রীকে বলছেন। এটা বাংলা বা অন্য রাজ্যের ইস্যু নয়। এটা আমাদের দেশের ইস্যু।

তিনি আরও বলেন, এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে না পারি। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা দরকার। সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা দরকার। এটা কীভাবে আটকানো যায়, অপরাধীদের কী শাস্তি দেওয়া যায়, তা দেখা দরকার।

তেমনই এমন প্রতিবাদ কর্মসূচি নিয়ে মন্তব্য করেন দেব। তিনি বলেন, এমন শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। এই আন্দোলনকে এমন ভাবে দেখতে চাই যে, ভারতের মানুষ ১০০ বছর মনে রাখবে। তারা মনে রাখতে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ-বিরোধী আইন হয়েছে। এই আন্দোলনের পর আর কারও নাম তিলোত্তমা দিতে হয়নি। তাহলেই আন্দোলনের জয় হবে। আন্দোলনকারীদের জয় হবে।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার