‘দেশটা তোমার বাপের নাকি…’, হাসিনা বিরোধী আন্দোলনের গান ঝড় তুলল মমতা রাজ্যে

ক সময় বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অ্যান্থম হয়ে উঠেছিল এই গান। এবার সেই গানে গা ভাসাল এপার বাংলার মানুষজন।

চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। আবার আজ বুধবার চলছে রাত দখল। বিভিন্ন স্থানে রাত দখল করবেন সকলে। যাদবপুর থেকে বেহালা, হাওড়া থেকে শ্রীরামপুরের মতো সব এলাকাতেই হচ্ছে রাত দখলের লড়াই। এই লড়াই চলছে বহুদিন ধরে। আরজি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায়বিচার পাওয়ার আশায় লড়াই করছে সকলে। আর এই প্রতিবাদের অনুপ্রেরণা জোগাচ্ছে বাংলা দেশের গান।

‘দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা… মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি… ভয় দেখিয়ে হবে না কাম…।’ বিভিন্ন মিছিলে শোনা যাচ্ছে এই গান।

Latest Videos

এক সময় বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অ্যান্থম হয়ে উঠেছিল এই গান। এবার সেই গানে গা ভাসাল এপার বাংলার মানুষজন।

জাস্টিস ফল আরজি কর আন্দোলনে পথে নামা জনতার মুখে মুখে শোনা যাচ্ছে এই গান। আন্দোলনরত জনতার সঙ্গে এই গানে গলা মিলিয়েছে সেলেবরা। উষসী চক্রবর্তীর গলায় শোনা গিয়েছে এই গান। এই গানের ভিডিও মুহূর্তে হয়েছিল ভাইরাল।

এই গানের লেখব বাংলাদেশের মগবাজারের বাসিন্দা ইথুন বাবু। বাউল গানের জন্য বিখ্যাত সে। অসমের গান থেকে সুর ধার করে তৈরি করেছে এই গানটি। বাংলাদেশের আন্দোলনের সময় সব থেকে বেশি শোনা গিয়েছিল গানটি। আর এবার শোনা যাচ্ছে কলকাতায়। এরই সঙ্গে অরিজিৎ সিং-র ‘আর কবে’ এই গানটিও বেশ খ্যাতি লাভ করেছে। সব মিলিয়ে সর্বত্র চলছে প্রতিবাদ। 

 

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের