Basanti Chatterjee: বাংলা সিনেমা এবং সিরিয়ালের জগতে শোকের ছায়া। চলে গেলেন আরও এক অভিনেত্রী। নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতে একটি নক্ষত্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার উপর কোলেস্টরেল, কিডনির সমস্যা এবং হার্টের রোগও ছিল বাসন্তীদেবীর। প্রায় ৬ মাস টানা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনকি, হাসপাতালে ভর্তি হওয়ার পর এই বর্ষীয়ান অভিনেত্রীকে আইসিউতে রাখা হয়। এরপর মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হয় কিছুটা। সেই সময়, পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, এবার আর শেষরক্ষা কড়া গেল না।
মঙ্গলবার, প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে। থিয়েটার থেকে সিনেমা এবং সিরিয়াল, কার্যত স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে দারুণ দারুণ অভিনয়ের ইতিহাস রয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়ের। এমনকি, তিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছেন। এরপর প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত একাধিক রোম্যান্টিক ছবিতেও অভিনয় করেছেন।
উল্লেখ করা যায়, ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’ এবং ‘আলো’র মতো বেশ কয়েকটি ছবির নাম। এছাড়াও ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’ এবং ‘ভূতু'-তেও অভিনয় করেছেন। তবে গত বছরের শুরুর দিকে, ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন হটাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সেই ‘গীতা এলএল বি’-তেই শেষবার পর্দায় দেখা গেছিল বাসন্তী চট্টোপাধ্যায়কে।
তবে শেষজীবনে এসে বেশ আর্থিক অনটনের মধ্যেই দিন কাটাতে হয়েছে তাঁকে। সেই কারণেই, ৮০ বছর পেরোনোর পরেও কাজ করে গেছেন একাধিক প্রোজেক্টে। তবে আর পারলেন না। নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতে একটি নক্ষত্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলি পাড়ায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।