ব্যাকলেস ব্লাউজ ও সাদা শাড়িতে নায়িকা, ঋতাভরীর হট লুক দেখে ভিড়মি খেলেন নেট জনতা

ঋতাভরীর হট লুকে সব সময়ই মুগ্ধ হন দর্শকেরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজের হট ছবি পোস্ট করে খবরে আসেন নায়িকা। তবে, এবার ধরা দিলেন শাড়িতে। দেখে নিন পুজোর আগে ঋতাভরীর শাড়ি লুক কতটা মন কাড়ল দর্শকদের।

Sayanita Chakraborty | Published : Oct 12, 2023 9:02 AM IST
18

ছবির কাজ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবের আসেন টলি নায়িকারা। এই তালিকায় যেমন আছেন সোহিনী। তেমনই আছেন মধুমিতা। এরই সঙ্গে ব্যক্তিগত ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়তে ওস্তাদ ঋতাভরী।

28

ওয়েস্টার্ন পোশাক থেকে এথনিক পোশাকে প্রায়শই ফোটোশ্যুট করে থাকেন ঋতাভরী। তবে, বেশির ভাগ সময় ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তাঁকে। এবার পুজোর আগে দেখা দিলেন শাড়িতে।

38

সদ্য সাদা শাড়িতে দেখা গেল ঋতাভরীকে। আর শাড়ির সঙ্গে টিমআপ করেছেন সবুজ ব্লাউজ। স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে ঋতাভরীকে।

48

লাল পার সাদা শাড়ির সঙ্গে সবুজ স্লিভলেস ব্লাউডে এক কথায় আকর্ষণীয় লাগছে নায়িকাকে। সঙ্গে পরেছেন সোনালী রঙের গয়না। তাঁর কানে দেখা গিয়েছে ঝমুকা।

58

শাড়ির সঙ্গে হালকা মেকআপে দেখা গিয়েছে ঋতাভরী। ছোট টিপ আর হালকা মেকআপে নজর কেড়েছে তাঁর সৌন্দর্য। সঙ্গে ব্যাকলেস ব্লাউজ আকর্ষণীয় করেছে নায়িকার লুক।

68

এর আগেও শাড়িতে অনেকবার দেখা গিয়েছে ঋতাভরীকে। একবার এমন সবুজ শাড়িতে সত্যাজিৎ রায়ের ছবির সামনে পোজ দিয়েছিল নায়িকা। আর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে হয়েছিল ভাইরাল।

78

সাদা শাড়িতে ভাইরাল হয়েছিল ঋতাভরী লুক। সেবার সাদা ও গোলাপী শাড়িতে দেখা গিয়েছিল নায়িকাকে। সঙ্গে পরেছিলেন সোনার গয়না।

88

এদিকে শীঘ্রই আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ। যেখানে একজন মায়ের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। প্রকাশ্যে এসেছে তার পোস্টার। যে ছবিতে গর্ভবতী ঋতাভরীকে দেখে চমক পেয়েছেন সকলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos