হুমকির ঠেলায় নাজেহাল অভিনেত্রী! 'প্রশাসনকে বলেও কোনও লাভ হচ্ছে না' জানালেন রূপা ভট্টাচার্য

Published : Sep 25, 2024, 02:16 PM IST
Rupa

সংক্ষিপ্ত

হুমকির ঠেলায় নাজেহাল অভিনেত্রী! 'প্রশাসনকে বলেও কোনও লাভ হচ্ছে না' জানালেন রূপা ভট্টাচার্য

হুমকির ভয়ে নাজেহাল অভিনেত্রী! এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। সম্প্রতি জি বিংলার একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। পরের পর হুমকি বার্তাতে অত্যন্ত ভয়ার্ত ভাবে দিন কাটাছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েও নাকি কোনও লাভ হচ্ছে না। এমনই অভিযোগ তাঁর।

তবে কেন এই হুমকি বার্তা? এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে রূপা জানান, আরজিকর-কাণ্ডের প্রতিবাদে শুরু থেকে তিনি ছিলেন। কোনও মেয়ের সঙ্গেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে পারে না বলেই মত তাঁর। কোনও রকম রাজনৈতিক দলের পক্ষ ছাড়াই প্রতিবাদে ছিলেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, " নির্যাতিতা তরুণীর মতো আমিও একজন মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনও মেয়ের সঙ্গেই এমন ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে আমার প্রতিবাদ। " তারপর থেকেই নাকি জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। শেষমেশ সাইবার শাখাতেও ইমেল পাঠিয়েছেন তিনি। এরপর হুমকি বার্তার ছবি নিয়ে কলকাতা পুলিশেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন রূপা। কিন্তু তাতেও বিন্দুমাত্র লাভ হয়নি। উলটে হুমকি আরও বেড়েছে বলেই অভিযোগ তাঁর। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, আদতে প্রশাসন চুপ থেকে অপরাধীদের মদত দিচ্ছে। তাই হুমকির পরিমাণ এভাবে বেড়েছে। রক্ষক দর্শক হলে নিরাপত্তা কে দেবে? "

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার