"মাগী আমার.. তাকিয়ে আছে।" হঠাৎ এ কী লিখলেন কবীর সুমন? পোস্ট শেয়ার হতেই তুমুল শোরগোল নেট পাড়ায়

"মাগী আমার.. তাকিয়ে আছে।" হঠাৎ এ কী লিখলেন কবীর সুমন? পোস্ট শেয়ার হতেই তুমুল শোরগোল নেট পাড়ায়

মাঝে মধ্যেই নিজের মন্তব্যের জন্য চর্চায় উঠে আসেন কবীর সুমন। মাঝেমধ্যেই তুমুল কটাক্ষের মুখেও পড়েন এই শিল্পী। শাসকদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত কবীর সুমন।

এবার নিজের ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন কবীর সুমন।

Latest Videos

এবার ফেসবুকে চার লাইনের একটি কবিতা শেয়ার করেছেন কবীর সুমন। সেখানে তিনি লিখেছেন , "যেখানে যাই/ যারই কাছে/ মাগী আমার/ তাকিয়ে আছে।"

এই পোস্ট ঘিরেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক চাঞ্চল্য। কাকে ইঙ্গিত করে এই লেখা লিখলেন কবী? তাই নিয়েই হইচই চারিদিকে। আসলে এই চারটি লাইন আসলে একটি মহাজনী পদ। গীতিকারকেই মূলত হাউলরা মহাজন বলে ডাকতেন। তবে আচমকা কেন এই পঙতি শেয়ার করলেন কবীর সুমন তা নিয়েই প্রশ্ন উঠেছে নেট মহলে।

প্রসঙ্গত যতই শাসকদলের সমর্থক হোক না কেন! দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর " উৎসবে ফেরা মন্তব্যকে সমর্থন করেননি তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, " উৎসবে ফিরতে বলা খুবই হৃদয়হীনতার পরিচয়"। তিনি এও জানিয়েছিলেন যে অনেকের কাছে চটিচাটা হলেও 'উৎসবে ফিরুন মন্তব্য নিয়ে তাঁর ঘোর বিরোধিতা রয়েছে।"

এর আগেও একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে তুমুল চর্চা। ফের এই ধরেন পোস্ট করায় আবারও শিরনামে কবীর সুমন।

                     আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল