টলিউডে 'থ্রেট কালচার'? ' মুখ্যমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি" হেয়ার ড্রেসারের পর মুখ খুললেন আরও এক শিল্পী

টলিউডে 'থ্রেট কালচার'? ' মুখ্যমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি" হেয়ার ড্রেসারের পর মুখ খুললেন আরও এক শিল্পী

সম্প্রতি টলিউডে 'স্বজন পোষণ' ও 'থ্রেট কালচারের' শিকার হয়ে গিল্ডের কাছে কাজ না পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন টলিউডের এক হেয়ার ড্রেসার। এই নিয়ে সরব হয়েছে সুদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেক শিল্পীরা। এবার এই মুখ খুললেন সিনে ইলেকট্রিকাল গিল্ডের প্রাক্তন সদস্য সঞ্জয় দাস।

হেয়ার ড্রেসারের আত্মহত্যার অভিযোগ সামনে আসার পরেই মুখ খুলেছেন সঞ্জয়। তিনি জানিয়েছেন " কাজের বিনিময়ে চাওয়া হত মোটা অঙ্কের টাকা। গোটা ঘটনার নেপথ্যে ছিল ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ডস ওয়ার্কাস অফ ইন্টার্ন ইন্ডিয়া। এই ফেডারেশনের মাথা হয়ে রয়েছেন স্বরূপ বিশ্বাস। কাজের জায়গা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। কাজ করতে দেওয়া হয়নি। স্বরূপ বিশ্বাস-অরূপ বিশ্বাসের নাম নিয়ে বলতে পারি। অরূপ বিশ্বাসকে চার বার চিঠি দিয়েছিলাম। সেই চিঠির কপি নবান্নতেও দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু আমি কোনও সহযোগীতার হাত পাইনি। আমি আস্তে করে ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছি।"

Latest Videos

এই প্রসঙ্গে মুখ খুলেছেন ঋত্বিক চক্রবর্তীও। অভিনেতা জানান, "এটা তো থ্রেট কালচারই। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এবং বেআইনিও। সংগঠন ও ট্রেড ইউনিয়নের তো ওয়েলফেয়ার করা কাজ। ধীরে ধীরে এটার হয়তো রাজনীতিকরণ ঘটেছে আর সেখান থেকেই জোরটা আসছে। সেটা সম্পূর্ণ বেআইনি হয়ে উঠছে।' 

প্রসঙ্গত কিছুদিন আগেও রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে এই সমস্যার সমাধান হয়। কেশসজ্জা শিল্পীর এই চরম পরিণতির পরেই মুখ খুলছেন একের পর এক তারকা।

                              আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন