শিলচরে শ্রাবন্তী, অসমিয়া গামছা আর জাপিতে উষ্ণ অভ্যর্থনা অভিনেত্রীকে

Published : Aug 27, 2023, 10:13 PM IST
Actress Srabanti Chatterjee gets warm welcome in Assam towel and Japi in Silchar bsm

সংক্ষিপ্ত

শিলচরে নামতেই শ্রাবন্তীতে স্থানীয়রা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অসমিয়া রীতি অনুযায়ী পরিয়ে দেওয়া হয় স্থানীয় গামছা। মাথায় অসমিয়া টুপি, যাকে স্থানীয় ভাষায় জাপি বলা হয়। 

অসমে গিয়ে পুরোপুরি অসমিয়া লুকে বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেত্রী শিলচর বিমান বন্দরে নামতেই ঘিরে ধরে সেখানকার অনুগামীরা। তাদেরই উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন শ্রাবন্তী। একটি অনুষ্ঠানে যোগ দিতে শিলচর গেছেন তিনি। সেখান থেকেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে তাঁকে ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাস।

শিলচরে নামতেই শ্রাবন্তীতে স্থানীয়রা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অসমিয়া রীতি অনুযায়ী পরিয়ে দেওয়া হয় স্থানীয় গামছা। মাথায় অসমিয়া টুপি, যাকে স্থানীয় ভাষায় জাপি বলা হয়। স্থানীয় এইসব উপহার পেয়ে রীতিমত খুশি শ্রাবন্তী।

 

 

শ্রাবন্তী জানিয়েছেন, শিলচরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। স্থানীয়দের অভ্যর্থনায় তিনি মুগ্ধ। তাঁর সেখানে দারুন লাগছে। তিনি জানিয়েছেন শিলচরের ভিডিও তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। শ্রাবন্তী জানিয়েছেন , দারুন খাওয়াদাওয়া হচ্ছে। ডায়েট ভুলেছেন তিনি ইলিশ মাছ আর মুরগির মাংসের চাপে পড়ে। তিনি আরও জানিয়েছেন, স্থানীয়রা খুবই আন্তরিক। আপন-পর ভেদাভেদ নেই।

এমনিতেই টলিউডের এই নায়িকাকে ঘিরে সর্বদাই থাকে বিতর্ক। পোশাক থেকে পুরুষ সঙ্গীতে সবেতেই বিতর্কে জড়ান অভিনেত্রী। দিদিদের সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে পাঠান তাঁর ছবি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে পোশাক থেকে শুরু করে মেকআপ নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু অসমের ছবিগুলি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?