মস্তিষ্কে রক্তক্ষরণ, ফের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ! 'ফাইট ঐন্দ্রিলা ফাইট'

ঐন্দ্রিলা শর্মার মস্তিষ্কে রক্তক্ষরণ। হাওড়ার আন্দুলের বেসরকারি হাসপাতালে ভর্তি। খবর, ভেঙে পড়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। কিন্তু অভিনেত্রীর পাশ থেকে সরেননি।

Mukherjee Upali | Published : Nov 2, 2022 10:22 PM / Updated: Nov 02 2022, 10:30 PM IST
110
সব্যসাচীর জন্মদিনে ঐন্দ্রিলার শেষ পোস্ট

মঙ্গলবারের সন্ধে। প্রেমিক সব্যসাচীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। এটাই তাঁর শেষ পোস্ট। ওই দিন রাতেই মস্তিষ্কে রক্তক্ষরণ অভিনেত্রীর।

210
মহালয়ায় দশমহাবিদ্যা রূপে

এ রকম যে হবে কেউ ঘুণাক্ষরে টের পায়নি! ক্যান্সারকে হারিয়ে জয়ী ঐন্দ্রিলা মহালয়ার সকালে কালার্স বাংলা চ্যানেলে দেবী দুর্গার একটি রূপ

310
পুজোর ফটোশ্যুটে

সঙ্গে তাল মিলিয়ে পুজোর ফটোশ্যুট।

410
ষষ্ঠীর সকালে শ্বেতশুভ্র

ষষ্ঠীর সকালে কন্যে শ্বেতশুভ্র! স্নিগ্ধতার রেশ তাঁর অঙ্গ জুড়ে। ঠোঁটে, চোখে চিকচিকে হাসি।

510
অষ্টমীর সন্ধিপুজোয়

সবার মঙ্গলকামনায় অষ্টমীর সন্ধিপুজোয় ঐন্দ্রিলা। নিজের হাতে প্রদাপ জ্বেলেছেন। নিজের জন্য প্রার্থনা করেছিলেন?

610
লক্ষ্মীপুজোয় লক্ষ্মীমন্ত

দুর্গাপুজোর পরে নিজের বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনায়। শাড়িতে, গয়নায় ঐন্দ্রিলা নিজেই সাক্ষাৎ লক্ষ্মী!

710
হোঁদল-এ দুই বোনে

হোঁদল-এ দুই বোনে এক খানে। বিজয়া দশমীর রেশ তখনও পুরোদমে…

810
দীপাবলিতে দীপান্বিতা

এসেছে আলোর উৎসব। দীপাবলিতে ঐন্দ্রিলা নিজেই দীপান্বিতা। আলোয় আলোকময়…

910
দিল্লি চলো

এ সবের ফাঁকেই ‘দিল্লি চলো’ ডাক! দ্বিতীয় বার ক্যান্সারকে হারিয়ে ফিরেছেন। তাই চিকিৎসকের পরামর্শ নিতেই রাজধানীতে রওনা হওয়ার কথা।

1010
শ্যুটে মগ্ন অভিনেত্রী

কথা ছিল গোয়ায় যাবেন শ্যুটিং করতে। সে সব আপাতত থমকে। অনুরাগীদের একটাই প্রার্থনা, আবার ফিনিক্স পাখি হয়ে ওড়ো ঐন্দ্রিলা….

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos