এবার হিন্দি ধারাবাহিকে দুর্দান্ত সুযোগ পেলেন অম্বরীশ ভট্টাচার্য! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
ছবির পাশাপাশি পরের পর ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অম্বরীশ ভট্টাচার্য। 'রোশনাই' ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অম্বরীশকে। তবে এবার শুধু বাংলা নয়, হিন্দি ধারাবাহিকেও নাকি দেখা যাবে তাঁকে। এমনই কানাঘুঁষো ছড়িয়ে পড়েছে চারিদিকে।
জানা গিয়েছে, একটি সর্বভারতীয় চ্যানেলের জন্য নতুন ধারাবাহিকের পাইলট শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে। এই ধারাবাহিকেই নাকি অভিনয় করবেন অম্বরীশ।
এর আগেও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন অম্বরীশ। অমিতাভ বচ্চনের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর, এমনই একটি বিজ্ঞাপনী ছবিতে দেখেছেন দর্শক।
এই ধারাবাহিকে একটি বাঙালি চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে অম্বরীশকে। তবে সমস্ত শ্যুটিংটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কিছু পাইলট এপিসোডের শ্যুটিং হয়েছে। এখনও ধারাবাহিকের নামকরণটিও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।
শুধু অম্বরীশ নয়, হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন আরও বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী। এবার দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায় এবং ঋষি কৌশিকের সঙ্গে পা মেলালেন অম্বরীশও।
‘রাজা অ্যান্ড গজা’ নামের একটি দুর্দান্ত কমেডি শ্যো থেকে দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে অম্বরীশ ভট্টাচার্য। তারপর থেকেই পরের পর ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য। দেখা গিয়েছে বেশ কিছু ছবিতেও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।