অনুমপ রায় ২ মার্চ আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, জানুন গায়কের তৃতীয় স্ত্রীকে

Published : Feb 26, 2024, 03:45 PM IST
Anupam Roy can get married in the first week of March  bride is a popular Tollywood singer bsm

সংক্ষিপ্ত

অনুপমের স্ত্রী হতে চলেছেন টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পাল। জনপ্রিয়তা পেয়েছিলেন 'বোঝেনা সে বোঝেনা' ছবির গানের পর। 

বসন্তে ওয়েডিং সেশন চলছে টলিপাড়ায়। কাঞ্চন-শ্রীময়ীর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক অনুমপ রায়। নিজে নিজের মত থাকতে চেয়ে এই নিয়ে তিনবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। গত নভম্বেরই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া ঘর বেঁধেছেন টলিউডের জনপ্রিয় নায়ক পরমব্রতর সঙ্গে। পরম-প্রিয়ার বিয় নিয়ে চর্চা টলিপাড়ার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে। এবার পিয়ার প্রাক্তন অনুমপও নিজের মত করে নিজের ঘর গুছিয়ে নিতে চাইছেন।

২০২১ সালের শেষেই দ্বিতীয় বারের জন্য ঘর ভেঙেছিল অনুপমের। তাদের ৬ বছরের দাম্পত্য ভেঙে গিয়েছিল। পিয়া ছেড়ে গিয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন, পিয়ার সঙ্গে তার বিচ্ছেদ তাঁর জীবনের সবথেকে বড় ক্ষতি বলেও জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন তাঁরা কলেজ জীবন থেকেই বন্ধু। যাইহোক দুইবার সম্পর্ক ভাঙলেও গায়ক যে প্রেমের ওপর আস্থা হারনি তা আবারও প্রমাণিত হল তৃতীয়বার তাঁর বিয়ের গুঞ্জনে। এবারও তিনি টালিগঞ্জের এক জনপ্রিয় গায়িকার সঙ্গে।

অনুপমের স্ত্রী হতে চলেছেন টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পাল। জনপ্রিয়তা পেয়েছিলেন 'বোঝেনা সে বোঝেনা' ছবির গানের পর। ২০১২ সালে অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রাজ চক্রবর্তী পরিচালিত বিখ্যাত এই রিমেকে প্রশ্মিতা 'সাজনা' গানটি গেয়েছিলেনয়। তাঁর অন্য একটি জনপ্রিয় গান হল 'শুধু তোমারি জন্য' ছবির 'দেখতে বউ বউ' ও 'বল দুগ্গা মাইকি' ছবি 'হতে পারে না'। অনুপমের সঙ্গে প্রশ্মিতার বন্ধুত্ব প্রায় ১০ বছর পুরনো। এবার যদি তারা তাদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার