অরিজিৎ সিংহ-এর সঙ্গে নিজের গানে গলা মেলাতে পেরে আল্পুত রূপম ইসলাম, সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অনুভূতি

শুক্রবারের সন্ধ্যায় 'একলা ঘর আমার দেশ'-এ গলা মেলালেন বলিউডি গানের বেতাজ বাদশা অরিজিত খোদ। বাদশার গলায় নিজের গান শুনে আপ্লুত ফসিলস স্রষ্টা। নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে ভাগ করে লিনেন নিজের অনুভূতি।

অরিজিৎ সিং-এর সঙ্গে নিজে গানে গলা মেলাতে পেরে আপ্লুত রূপম ইসলাম। কনসার্টের পরেই ফেসবুকে গায়ককে ধন্যবাদ জানালেন তিনি। ভাগ করে নিলেন এই মধুর সন্ধ্যার অভিজ্ঞতা। যাবতীয় বিতর্কে ইতি টেনে অবশেষে মহানগরীতে গাইলেন অরিজিৎ সিং। শহরবাসীর উত্তেজনাকে আরও কয়েকগুন বাড়িয়ে এদিনের কনসার্টে শোনা গেল বলিউড-টলিউড যুগলবন্দি। অরিজিৎ সিং-এর সঙ্গে নিজের গানে গলা মেলালেন শিল্পী রূপম ইসলাম। শুক্রবারের সন্ধ্যায় 'একলা ঘর আমার দেশ'-এ গলা মেলালেন বলিউডি গানের বেতাজ বাদশা অরিজিত খোদ। বাদশার গলায় নিজের গান শুনে আপ্লুত ফসিলস স্রষ্টা। নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে ভাগ করে লিনেন নিজের অনুভূতি।

এই প্রথম মুখোমুখি রূপম-অরিজিৎ। প্রথমবারের অভিজ্ঞতাই বহু বছর মনে থাকবে শহরবাসীর। হয়তো মনে থাকবে রূপম ইসলামেরও। একে অপরের অনুরাগী রূপম ও অরিজিৎ। নিজেকে অরিজিৎ সিং-এর ভক্ত বলেই দাবি করেন রূপম ইসলাম। শুক্রবার সন্ধ্যায় অরিজিৎ সিং-এর সঙ্গে নিজের গানে গলা মেলাতে পেরে আল্পুত তিনি। ফেসবুকে শেয়ার করলেন সেই ভিডিও। লিখলেন নিজের অনুভূতির কথা। নিজের শোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রূপম লিখেছেন,'ধন্যবাদ অরিজিৎ। অনেক ভালোবাসা। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা হল। তাও আবার গানে গানে। এর চেয়ে ভাল আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।'

Latest Videos

শিল্পীর গুণকে কদর করতে জানেন বলেই তিনি অরিজিত সিং। ফসিলসের গানে গলা মেলালেন বলিউডি গানের বেতাজ বাদশা অরিজিত খোদ। মঞ্চে ওঠার কথা ছিল না, কিন্তু দর্শকাসন থেকে অরিজিতের শো মাতিয়ে দিলেন রূপম ইসলাম। রূপমের সঙ্গে গলা মিলিয়ে সন্ধে জমিয়ে দিলেন অরিজিত। রূপমের হাতে তখন মাইক, আর গিটারে অরিজিত-এর চেয়ে বেশি কিছু বোধহয় আর দরকার ছিল না গানপাগল কলকাতার।রূপমের সঙ্গে গলা মেলালেন শুধু না, অরিজিত মঞ্চ থেকে নেমে এসে রূপমের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন অভিবাদন। ঘোষণা করলেন এই হচ্ছেন রূপম ইসলাম। হাতজোড় করে মাথা নুইয়ে জানালেন শ্রদ্ধা, প্রতি হাতজোড় করতে দেখা গেল রূপমকেও। দুই শিল্পীর শ্রদ্ধা ও সম্মানে আবেগে ভাসল গোটা অ্যাকোয়াটিকার কনসার্ট হল। নিঃশ্বাস প্রায় বন্ধ করে উপস্থিত শ্রোতারা শুনলেন একের পর এক এক ফসিলসের গান গেয়ে চললেন অরিজিৎ। ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ধরতেই রূপম এগিয়ে চললেন মঞ্চের দিকে। অরিজিৎও তাঁকে দেখেই গিটার নিয়ে নেমে এলেন নীচে। তারপর মাইক নিয়ে নিজেই গলা মেলালেন রূপম।

আরও পড়ুন - 

অরিজিত সিং নাইটে মঞ্চে জাত চেনালেন রূপম ইসলামও, যুগলবন্দিতে মাতাল হল কলকাতার বসন্ত সন্ধ্যা

অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিট তো কেটে ফেলেছেন, তবে পৌঁছোনোটাই বড় চ্যালেঞ্জ , কীভাবে যাবেন জেনে নিন

শহর জুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে, অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত অরিজিৎ সিং-র কলকাতার কনসার্ট

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী