পহেলগাঁও হত্যাকাণ্ডে ক্ষুব্ধ অরিজিৎ! বাতিল করলেন কনসার্ট, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন গায়ক

Published : Apr 25, 2025, 02:19 PM ISTUpdated : Apr 25, 2025, 02:56 PM IST
Arijit Singh Mahakal Temple

সংক্ষিপ্ত

পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন অরিজিৎ সিং। এই ঘটনার প্রতিবাদে ২৭শে এপ্রিল চেন্নাইতে তাঁর পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করেছেন। টিকিট ক্রেতারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।

Arijit Singh Cancels Chennai concert: পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং। ২৬ জন হিন্দু নাগরীকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ সিং লেখেন, "পহেলগাঁওয়ের খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা এটার মোকাবিলা করবেন কী করে ঈশ্বরই জানেন।

সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পীদের সঙ্গে আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার অর্থাৎ ২৭শে এপ্রিল চেন্নাইতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সেই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।"

অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। চিরকাল সকলের সামনেই ধরা পড়েছে অরিজিতের প্রতিবাদী মুখ। এর আগেও অভয়াকাণ্ডে প্রতিবাদে নেমেছিলেন অরিজিৎ।

অভয়াকে নিয়ে গানও বেঁধেছিলেন এই গায়ক। সেই গান গেলে প্রতিবাদ হয়েছিল সারা দেশের কোণায় কোণায়। এবার ফের একবার পেহেলগাঁওয়ের ঘটনায় প্রতিবাদী পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং। এই জঙ্গিহানার ঘটনায় ব্যাপক রেগে গিয়েছেন গায়ক। ২৭ এপ্রিল অরিজিতের কনসার্ট হওয়ার কথা হয়েছিল। সেই কনসার্টই বাতিল করে দিলেন অরিজিৎ সিং।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে