সুখবর! বাতিল নয় বরং নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অরিজিতের কনসার্ট

অরিজিৎ ভক্তদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। আগামী ১৮ ফেব্রুয়ারি হবে অরিজিতের কনসার্ট।

ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় বড় শহরে শো করে ঝড় তুলেছেন অরিজিৎ সিং। কলকাতাতেও কনসার্ট নিয়েও উৎসাহ তুঙ্গে। শো-এর টিকিটও প্রায় বিক্রি হয়ে গেছে। এর মধ্যেই খারাপ খবর শুনে মন খারাপ হয়েছিল ভক্তদের। শোনা গিয়েছিল,ইকো পার্কের অরিজিতের শো নাকি বাতিল হয়ে যেতে পারে। তবে এবার অরিজিৎ ভক্তদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। আগামী ১৮ ফেব্রুয়ারি হবে অরিজিতের কনসার্ট।

প্রায় একমাস ধরেই অরিজিৎ সিং-য়ের শো নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অবশেষে সুখবর পেলেন অরিজিৎ ভক্তরা। গত বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে অরিজিতের কনসার্টের ঘোষণা করা হল সেই সঙ্গে নতুন ভেন্যুরও ঘোষণা করা হল। সূত্র থেকে জানা গেছিল, অরিজিতের এই শো-এর টিকিটের দাম ২৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে। জানা গিয়েছিল, হিডকোর পক্ষ থেকে অরিজিৎ-এর ইকোপার্কের শো-এর জন্য অগ্রিম ৫ লাখ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই সমস্যার শুরু। অরিজিতের শো বাতিল হওয়া মানেই লক্ষাধিক টাকার ক্ষতি। তাই শো নিয়ে অন্য কয়েকটি জায়গা নিয়েও চিন্তাভাবনা চলছিল। মিলন মেলা, সায়েন্স সিটি, নিকো পার্ক, অ্যাকোয়াটিকার কথাও মাথায় রাখা হয়েছিল। এবার জানা যাচ্ছে, আগামী ১৮ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকাতেই অনুষ্ঠিত হচ্ছে অরিজিতের কনসার্ট। এটাই হতে চলেছে অরিজিতের সবচেয়ে দীর্ঘ কনসার্ট। একটানা তিন ঘন্টা ধরে পারফর্ম করবেন অরিজিৎ সিং।

Latest Videos

 

 

অরিজিৎ সিং-কে সামনে দেখে একটা বার দেখার জন্য পাগলের মতো মুখিয়ে থাকে ভক্তরা। কবে আসবে সেই মুহূর্তে তার জন্য বছর বছর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে এবার আর খুব বেশিদিনের অপেক্ষা নয় বরং আর মাত্র কয়েকদিন পর অর্থাৎ আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় লাইভ শো করতে আসবেন অরিজিৎ সিং। আর তা নিয়েই শুরু হয়েছে উন্মাদনা। এখন থেকেই অরিজিতের লাইভ কনসার্ট নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। ব্রোঞ্জ-সিলভার- গোল্ড-প্ল্যাটিনাম-ডায়মন্ড এইসব ধরনের আসনে বসেই শো দেখতে পারবেন দর্শক। হিডকোর পক্ষ থেকে জানানো হয়েছে,বড়মাপের নানা বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য এর আগেও ইকোপার্কের ক্ষতি হয়েছে। অরিজিৎ সিং-য়ের শো-তে ভিড় যে প্রচুর হতে চলেছে তা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। বাড়তি ঝুঁকি সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিয়াগঞ্জ থেকে বলিউড সফর পুরোটাই যেন স্বপের মতো। বলিউড তথা টলিউডে একটাই নাম অরিজিৎ সিং। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের ফ্যান ফলোয়ারের সংখ্যাও যেন আকাশছোঁয়া। আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে তার নামটাই যেন যথেষ্ঠ। বলিউড সংগীতের বাদশা বলে মানা হয় অরিজিৎ সিংকে। ২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখন ভাবাই যায় না। সঞ্জয় লীলা বনশালির সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ হয়েছিল অরিজিত সিংয়ের। গানের জগতে আজ তিনি বলিউডের বাদশা।

আরও পড়ুন-

'ও মা-মাটি-মানুষের লোক', অরিজিৎ সিংহের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়

অরিজিৎ সিং-এর কনসার্ট বাতিল নিয়ে 'গেরুয়া' তরজা তুঙ্গে, তৃণমূল-বিজেপি একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত

বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের ইকো-পার্কের লাইভ কনসার্ট, খবর শুনেই মন খারাপ ভক্তদের

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral