ছেলেদের শেখাতে হবে, কীভাবে একজন মেয়েকে স্পর্শ করতে হয়, আর কীভাবে নয়: দেব

দেব বলেন, স্কুলে একটা বিশেষ সাবজেক্ট করা উচিত যেখানে শেখানো হবে কীভাবে মেয়েদের সম্মান করবে। খালি মেয়েদের গুড টাচ ব্যাড টাচ শেখানো উচিত নয়। ছেলেদের বাবা মায়েদেরও ছোট থেকে উচিত নিজের সন্তানকে গুড টাচ ব্যাড টাড শেখানো।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বহু তারকা। ছোটপর্দা, বড়পর্দা, ওটিটি-তো বটেই নাট্যজগতের তারকাদেরও দেখা গিয়েছে প্রতিবাদ করতে। সকলের মুখে শুধু একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। এবার প্রতিবাদ করতে এসে ছেলেদের জন্য বিশেষ বার্তা দিলেন দেব।

দেব বলেন, স্কুলে একটা বিশেষ সাবজেক্ট করা উচিত যেখানে শেখানো হবে কীভাবে মেয়েদের সম্মান করবে। খালি মেয়েদের গুড টাচ ব্যাড টাচ শেখানো উচিত নয়। ছেলেদের বাবা মায়েদেরও ছোট থেকে উচিত নিজের সন্তানকে গুড টাচ ব্যাড টাড শেখানো। যে কীভাবে একজন মেয়েকে স্পর্শ করতে হয়, আর কীভাবে নয়। এরই সঙ্গে তিনি বলেন, ভারত সরকারের কাছে আমার আবেদন, ক্যাপিটাল পানিশমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব এক্সিকিউট করা উচিত।

Latest Videos

সদ্য আর্টিস্ট ফোরামের সমাবেশে যোগ দেন দেব। সেখানে দীর্ঘ সময় রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে বসে থাকতে দেখা যায়। যে ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সেই ছবি দেখে সকলেই বলেন, রাজনীতি ভুলে প্রতিবাদের মঞ্চে এক হয়েছিল দুজন। কারণ রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী আর দেব তৃণমূল সমর্থক। সে যাই হোক, এখনও চলছে প্রতিবাদ। উক্ত এই মিছিলে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন দেব। শুধু তাই নয়, নিজের ছবি মুক্তি স্থগিত রেখেছে দেব। শুধুমাত্র দোষীদের শাস্তির দাবিতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। তেমনই একাধিক বাংলা ছবি মুক্তি স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছে ছবির ট্রেলার মুক্তিও। সব মিলিয়ে চলছে প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবিতে লড়াই করে চলেছেন সাধারণ থেকে সেলেব সকলে।  

 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari