আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বোনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মুখে সৌরভ দাস! এবার পাল্টা উত্তর দিলেন অভিনেতা

আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে বোনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মুখে সৌরভ দাস! এবার পাল্টা উত্তর দিলেন অভিনেতা

বছরটা ছিল ২০২১। সেই বছরের মাসে একটি ভিডিও ভাইরাল হয় অভিনেতা সৌরভ দাসের। সেই ভিডিও দেখা মাত্রই চরম কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। এমনকী ধর্ষকের তকমাও পেতে হয়েছে তাঁকে।

কিন্তু ঠিক কী এমন ছিল ভিডিওতে?

Latest Videos

দেখা যায় নিজের বোনের আপত্তিকর জায়গায় হাত দিয়েছেন অভিনেতা। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন নেট পাড়ার বাসিন্দারা। এমনকী তাঁর বোনকে নিয়েও কুরুচিকর মন্তব্যও শুনতে হয়েছে অভিনেতাকে।

বলতে গেলে জীবনটাই পাল্টে গিয়েছিল অভিনেতার। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। দোষীদের শাস্তি চেয়ে পথে নেমে পড়েছেন অভিনেতারাও। সেই হিসাবে নিজেও প্রতিবাদ করেন সৌরভও। কিন্তু তারপরেই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।

এক নেটিজেন সৌরভকে লেখেন, "দোষ তো আপনিও করেছিলেন, মনে নেই?"

এবার এই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেতা। তিনি একটি সংবাদমাধ্যমে বলেন, "

ওটা একটা এডিটেড ভিডিয়ো ছিল। যে মেয়েটার কথা বলছেন ও আমার নিজের বোন। এসব বলার আগে কখনও জানতে চেয়েছেন সত্যিই ওর সঙ্গে এরম কিছু হয়েছিল কিনা? ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করেছেন ও কেমন আছে? মেয়েটার কী বক্তব্য, কী বলতে চায় জানতে চেয়েছেন? ওই সময় কোনও রকম সত্যি মিথ্যে যাচাই না করে আনার বোন, আমায়, আমার পরিবারকে যে ভাবে মানসিক নির্যাতন করা হয়েছিল সেটা সবাই জানে। যদি মনুষ্যত্ব থাকে তাহলে আর এই প্রসঙ্গ টানবেন না! ওই ঘটনার রেশ কাটাতে আমার গোটা পরিবারের অনেক সময় লেগেছিল।"

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News