
বছরটা ছিল ২০২১। সেই বছরের মাসে একটি ভিডিও ভাইরাল হয় অভিনেতা সৌরভ দাসের। সেই ভিডিও দেখা মাত্রই চরম কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। এমনকী ধর্ষকের তকমাও পেতে হয়েছে তাঁকে।
কিন্তু ঠিক কী এমন ছিল ভিডিওতে?
দেখা যায় নিজের বোনের আপত্তিকর জায়গায় হাত দিয়েছেন অভিনেতা। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন নেট পাড়ার বাসিন্দারা। এমনকী তাঁর বোনকে নিয়েও কুরুচিকর মন্তব্যও শুনতে হয়েছে অভিনেতাকে।
বলতে গেলে জীবনটাই পাল্টে গিয়েছিল অভিনেতার। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। দোষীদের শাস্তি চেয়ে পথে নেমে পড়েছেন অভিনেতারাও। সেই হিসাবে নিজেও প্রতিবাদ করেন সৌরভও। কিন্তু তারপরেই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
এক নেটিজেন সৌরভকে লেখেন, "দোষ তো আপনিও করেছিলেন, মনে নেই?"
এবার এই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেতা। তিনি একটি সংবাদমাধ্যমে বলেন, "
ওটা একটা এডিটেড ভিডিয়ো ছিল। যে মেয়েটার কথা বলছেন ও আমার নিজের বোন। এসব বলার আগে কখনও জানতে চেয়েছেন সত্যিই ওর সঙ্গে এরম কিছু হয়েছিল কিনা? ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করেছেন ও কেমন আছে? মেয়েটার কী বক্তব্য, কী বলতে চায় জানতে চেয়েছেন? ওই সময় কোনও রকম সত্যি মিথ্যে যাচাই না করে আনার বোন, আমায়, আমার পরিবারকে যে ভাবে মানসিক নির্যাতন করা হয়েছিল সেটা সবাই জানে। যদি মনুষ্যত্ব থাকে তাহলে আর এই প্রসঙ্গ টানবেন না! ওই ঘটনার রেশ কাটাতে আমার গোটা পরিবারের অনেক সময় লেগেছিল।"