ট্রোলিং-র পাওয়ারকে প্রতিবাদে কাজে লাগান, ট্রোলারদের মোক্ষম জবাব দেবলীনার

দেবলীনা দত্ত বলেন, এই প্রতিবাদে আমার সমানে ট্রোলারদের একটি বড় ভূমিকা দেখতে পাচ্ছি।

প্রতিবাদের মঞ্চে হাজির হওয়ার পর থেকে একাধিক সেলেবকে ট্রোলিং-র শিকার হতে হয়েছে। কেউ শঙ্খ বাজিয়ে ট্রোল হয়েছেন, কেউ পোশাকের কারণে ট্রোল হয়েছেন তো কেউ অতি নাটকীয় আচরণের কারণে ট্রোল হয়েছেন। এবার সেই সকল ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন দেবলীনা দত্ত

দেবলীনা দত্ত বলেন, এই প্রতিবাদে আমার সমানে ট্রোলারদের একটি বড় ভূমিকা দেখতে পাচ্ছি। যাঁরা সামনে বলে চলেছে, কী রকম হচ্ছে প্রতিবাদ। যেমন এই মুহূর্তে ট্রোলাররা বলতেই পারেন যে দেবলীনার মুখে মেকআপ কেন? কারণ, দেবলীনা শ্যুটিং থেকে সরাসরি এসেছে, তবে মেকআপ তুলে সময় নষ্ট করবে না ঠিক করেছে। এই যেমন একটু আগেই আণার মাথায় ছাতা ছিল, কারণ আমি চাই কাল পরশু, তরশু এবং তার পরের দিন হাঁটতে প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে। আমি জ্বরে পড়ে যেতে চাই না।

Latest Videos

তিনি ট্রোলারদের তাঁর সঙ্গে হাতে হাত মেলাতে বলেন। ট্রোলিং-র পাওয়ারকে প্রতিবাদে কাজে লাগান।

এদিকে আরজি কর নিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশ। সাধারণ থেকে সেলেব সকলে নেমেছেন পথে। দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদের মঞ্চে হাঁটছেন সকলে। এরই মাঝে চলছে তদন্ত। একের পর এক বিস্ফোরক দাবি উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আখতার আলি থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ক্লার্ক সকলেই নানান দাবি করেছেন। কখনও হাসপাতালে মদ বিক্রির অভিযোগ উঠেছে তো কখনও বাইরে থেকে হোস্টেলে মেয়ে আনার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে  উঠে আসছে এখের পর সত্য। শবদেহ নিয়ে ব্যবসা থেকে শুরু করে নানা কুকর্ম সামনে এসেছে প্রাক্তন অধ্যাক্ষের। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।  

 

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari