ট্রোলিং-র পাওয়ারকে প্রতিবাদে কাজে লাগান, ট্রোলারদের মোক্ষম জবাব দেবলীনার

Published : Aug 26, 2024, 03:05 PM IST
debolina

সংক্ষিপ্ত

দেবলীনা দত্ত বলেন, এই প্রতিবাদে আমার সমানে ট্রোলারদের একটি বড় ভূমিকা দেখতে পাচ্ছি।

প্রতিবাদের মঞ্চে হাজির হওয়ার পর থেকে একাধিক সেলেবকে ট্রোলিং-র শিকার হতে হয়েছে। কেউ শঙ্খ বাজিয়ে ট্রোল হয়েছেন, কেউ পোশাকের কারণে ট্রোল হয়েছেন তো কেউ অতি নাটকীয় আচরণের কারণে ট্রোল হয়েছেন। এবার সেই সকল ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন দেবলীনা দত্ত

দেবলীনা দত্ত বলেন, এই প্রতিবাদে আমার সমানে ট্রোলারদের একটি বড় ভূমিকা দেখতে পাচ্ছি। যাঁরা সামনে বলে চলেছে, কী রকম হচ্ছে প্রতিবাদ। যেমন এই মুহূর্তে ট্রোলাররা বলতেই পারেন যে দেবলীনার মুখে মেকআপ কেন? কারণ, দেবলীনা শ্যুটিং থেকে সরাসরি এসেছে, তবে মেকআপ তুলে সময় নষ্ট করবে না ঠিক করেছে। এই যেমন একটু আগেই আণার মাথায় ছাতা ছিল, কারণ আমি চাই কাল পরশু, তরশু এবং তার পরের দিন হাঁটতে প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে। আমি জ্বরে পড়ে যেতে চাই না।

তিনি ট্রোলারদের তাঁর সঙ্গে হাতে হাত মেলাতে বলেন। ট্রোলিং-র পাওয়ারকে প্রতিবাদে কাজে লাগান।

এদিকে আরজি কর নিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশ। সাধারণ থেকে সেলেব সকলে নেমেছেন পথে। দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদের মঞ্চে হাঁটছেন সকলে। এরই মাঝে চলছে তদন্ত। একের পর এক বিস্ফোরক দাবি উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আখতার আলি থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড ক্লার্ক সকলেই নানান দাবি করেছেন। কখনও হাসপাতালে মদ বিক্রির অভিযোগ উঠেছে তো কখনও বাইরে থেকে হোস্টেলে মেয়ে আনার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে  উঠে আসছে এখের পর সত্য। শবদেহ নিয়ে ব্যবসা থেকে শুরু করে নানা কুকর্ম সামনে এসেছে প্রাক্তন অধ্যাক্ষের। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।  

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে