Ritabhari Ckakraborty: ওয়েব সিরিজে ডেবিউ করবেন ঋতাভরী, এক গর্ভবতী মহিলার কাহিনি ও কন্যাভ্রূণ রক্ষা বার্তা দিতে আসছেন নায়িকা

ফের খবরে ঋতাভরী চক্রবর্তী। ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন নায়িকা। প্রথমবার দেখা দেবেন ওয়েব সিরিজে। এমন খবরে সরগরম টলিপাড়া। এক নতুন সূচনার পথে টলিউড নায়িকা।

Sayanita Chakraborty | Published : Jul 11, 2023 9:18 AM IST
110

শোনা যাচ্ছে, শীঘ্রই ওয়েব দুনিয়ায় পা রাখবেন ঋতাভরী চক্রবর্তী। প্রথম বার কাজ করতে চলেছেন সুরিন্দর ফিল্মসের সঙ্গে। ফের একবার চেনা ছকের বাইরে দেখা যাবে নায়িকাকে।

210

সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে ওয়েব সিরিজ। আর এই সিরিজ দিয়েই ডেবিউ করবেন নায়িকা। সিরিজের এক গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজটি পরিচালনা করবেন মীর ফালাক।

310

এই সিরিজে একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। একজন মা যার গর্ভে একটু একটু করে বড় হচ্ছে তাঁর সন্তান। শরীরের নানান প্রতিবন্ধকতা সহ্য করছে সন্তানের কথা ভেবে। কিন্তু, হঠাৎই ঘটে বিপত্তি।

410

তাঁর শ্বশুরবাড়ির লোক জানায়, তাঁর গর্ভের সন্তানের রয়েছে কিছু ত্রুটি। তাই অ্যাবর্শন করানোই ভালো। পরিবারের সকলের কথা শুনে সেও রাজি হয়। কিন্তু, শেষ মুহূর্ত এক অচেনা ব্যক্তি ফোন জানায়, তাঁর বাচ্চা স্বাভাবিক। শুধু সে মেয়ে বলে, তাঁর শ্বশুরবাড়ির লোক তাকে নষ্ট করে দিতে চাইছে।

510

সেখান থেকে শুরু মেয়েটির লড়াই। সে কি সত্যিই পারবে তাঁর সন্তানকে তা নিয়ে এই সিরিজ। এক মায়ের লড়াই নিয়ে আসছে এই সিরিজ। এই সিরিজ দিয়ে ওয়েব সিরিজ দুনিয়ায় পা রাখবেন ঋতাভরী। শীঘ্রই শুরু হবে ওয়েব সিরিজের কাজ।

610

এদিকে সদ্য শেষ করলেন মৈনাক ভৌমিকের ছবির কাজ। বিদেশে চলছিল মৈনাক ভৌমিকের ছবির কাজ। সেখানে বেশ কিছুদিন ছিলেন ঋতাভরী। সদ্য শেষ হল শ্যুটিং। আর সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন নায়িকা। শ্যুটিং শেষে একটি আবেগঘন পোস্ট করেন।

710

লেখেন, শেষ হল গৃহস্থ ছবির কাজ। এই ছবিতে আমি যে ভালোবাসা পেয়েছি এবং মৈনাক দা যে কতটা অসাধারণ তা বলার কোনও ভাষা নেই। আরেকটি চ্যালেঞ্জিং ভূমিকা এবং আমার কাঁধে একটি সম্পূর্ণ ফিল্ম। কিন্তু, আমরা যা পেয়েছি এবং যা তৈরি করেছি তার জন্য আমি বেশ গর্বিত। এই ছবিটি একেবারে অন্যরকম হতে চলেছে। এর আগে আমাকে আপনারা এভাবে দেখেননি।

810

চরিত্র বিয়ে সব সময় এক্সপেরিমেন্ট করেন ঋতাভরী। কদিন আগেই মুক্তি পেয়েছে ‘ফাটাফাটি’। ছবিতে একেবারে অন্য লুকে দেখা দেন নায়িকা। ছবির জন্য খানিক ওজন বাড়ান। মোটা মেয়েদের কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। ছবিতে নায়িকার বিপরীতে ছিলেন আবির।

910

আবির ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর অনক্রিন প্রেম নজর কাড়ে সকলের। তিনি একাধিক মোটা মেয়ের কাহিনি নিয়ে এসেছিলেন। মোটা বলে তারা যে কোনও কিছুতে পিছিয়ে নেই তারই বার্তা দিয়েছে ছবিটি।

1010

আর এবার হাতে এল ওয়েব সিরিজের কাজ। পর পর কাজে ব্যস্ত নায়িকা। মৈনাক ভৌমিকের ছবির কাজ শেষ করতেই শুরু করবেন নতুন সিরিজের কাজ।

Share this Photo Gallery
click me!

Latest Videos