তাঁর শ্বশুরবাড়ির লোক জানায়, তাঁর গর্ভের সন্তানের রয়েছে কিছু ত্রুটি। তাই অ্যাবর্শন করানোই ভালো। পরিবারের সকলের কথা শুনে সেও রাজি হয়। কিন্তু, শেষ মুহূর্ত এক অচেনা ব্যক্তি ফোন জানায়, তাঁর বাচ্চা স্বাভাবিক। শুধু সে মেয়ে বলে, তাঁর শ্বশুরবাড়ির লোক তাকে নষ্ট করে দিতে চাইছে।