Shruti Das-Swornendu Samaddaar: টলিপাড়ায় বাজল সানাই, অবশেষে বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু

ফের সানাইয়ের সুর টলিপাড়ায়। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। দীর্ঘদিন ধরেই খোলামেলাভাবেই সম্পর্কে ছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। অবশেষে শুভদিনে চারহাত এক হল তাঁদের।

Web Desk - ANB | Published : Jul 10, 2023 11:16 AM IST
17

টলিপাড়ায় শ্রুতি-স্বর্ণেন্দুর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বহুদিনের। তাঁরাও সম্পর্কের ব্যপারে বিশেষ রাখঢাক রাখেনি। সোশ্যাল মিডিয়ায় আকছাড় একসঙ্গে দেখা যেত তাঁদের। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

27

১০ জুলাই সোমবার শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। শুধুমাত্র পরিবারের লোকজনকে নিয়েই একান্তেই হয় অনুষ্ঠান।

37

বর্তমানে বাংলা ধারাবাহিক 'রাঙা বউ'-তে অভিনয় করছেন শ্রুতি। অভিনেত্রী ও পরিচালকের বিয়ের ছবিতেই ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

47

বিয়ের দিনে একেবারে অন্য সাজে দেখা গিয়েছে শ্রুতিকে। লাল বেনারসী নয়। বরং সাদা রঙের শাড়িতেই দেখা গেল শ্রুতিকে।

57

বিয়ের সাজও ছিল বেশ সাদামাটা। হালকা গয়না ও ফুলের সাজেই বিয়ের মণ্ডপে এসেছিলেন অভিনেত্রী।

67

স্বর্ণেন্দুকেও দেখা গেল সাদা কুর্তা, সাদা ধুতি পরে। দুজনেরই গলায় ছিল লাল গোলাপের মালা।

77

বিয়ের পরে শ্রুতি জানিয়েছেন,'আমরা খুব একটা নিয়ম মেনে কিছু করিনি। মা, বাবা, আত্মীয়সজনকে সাক্ষী রেখে সই করে, আংটিবদল, মালাবদল, সিঁদুরদান করেছি। কেকও কেটেছি।'

Share this Photo Gallery
click me!

Latest Videos