‘কাবুলিওয়ালা’-র সাজে মিঠুন চক্রবর্তী, প্রকাশ্যে এল নতুন ছবির পোস্টার, জেনে নিন কবে মুক্তি

Published : Nov 14, 2023, 10:27 AM IST
Kabuliwala

সংক্ষিপ্ত

সদ্য প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ২০২৩ সালে ক্রিসমাসে মুক্তি পাবে কাবুলিওয়ালা ছবিটি।

প্রকাশ্যে এল কাবুলিওয়ালা ছবির পোস্টার। এসভিএই এবং জিও স্টুডিও নিবেদিন এই ছবি মুক্তি পাবে শীঘ্রই। সদ্য প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। সুমন ঘোষ নির্দেশনায় মুক্তি পাবে ছবিটি।

এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। হালকা খয়েরি রঙের সুতির পঞ্জাবি পরে দেখা গেল মিঠুনকে। তার ওপর পরেছিলেন হাফ পোট। কাঁধে ঝোলা আর মাথায় পাগড়ি পরে দেখা গেল মিঠুনকে। মুখ ভর্তি দাড়ি। সঙ্গে দেখা গিয়েছে একটি ছোট মেয়েকে। কালো রঙের ফ্রক পরে দেখা গেল মেয়েটিকে।

২০২৩ সালে ক্রিসমাসে মুক্তি পাবে কাবুলিওয়ালা ছবিটি। ইন্দ্রদীপ দাসগুপ্তের মিউজিক, সুমন ঘোষ পরিচালিত, জ্যোতি দেশপান্ডে প্রযোজিত এই ছবি। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি।

এবার কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা-র জনপ্রিয়তার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এটি একাধিকবার মঞ্চস্থ হয়েছে। তবে, এবার তৈরি হবে ছবি। মিনি ও কাবুলিওয়ালার চরিত্রের মধ্যে কীভাবে পৈতৃক সম্পর্ক গড়ে ওঠে তা অদ্ভুত সুন্দর ভাবে ফুটিয়ে তুলে ছিলেন রবি ঠাকুর। যা এবার উঠে আসবে ছবির পর্দায়।

চলতি বছরের শেষে আসছে ছবিটি। ছবিতে মীনির বাবা ও মায়ের চরিত্রে থাকছেন সোহিনী সরকার ও আবির চট্টোপাধ্যায়। এই প্রথম মিঠুন, সোহিনী ও আবির একসঙ্গে কাজ করছেন। ছবি প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। বর্তমানে চলছে ছবির রাজ। কলকাতা, লাদাখ ও আফগানিস্তানে ছবির শ্যুটিং হচ্ছে। বাংলা ও হিন্দি দুই ভাষাতে মুক্তি পাবে ছবিটি। কদিন আগে প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। এই ছবিতে দেব, মমতা শঙ্কর ও শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

ফের সরব হল বিচ্ছেদের গুঞ্জন, দিওয়ালির দিন মেয়েকে নিয়ে শহর ছাড়লেন ঐশ্বর্য

Bipasha Basu: এক বছরে পা দিল দেবী, মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট বিপাশা বসু

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?