মুক্তি পেতে চলেছে নারায়ণ দেবনাথ-সৃষ্ট কমিকস নিয়ে তৈরি প্রথম চলচ্চিত্র ‘নন্টে ফন্টে’, মুখ্য ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়

পদ্মশ্রীপ্রাপ্ত বাংলা সাহিত্যকার তথা বাঙালির শৈশবের আনন্দের জাদুকর নারায়ণ দেবনাথ দ্বারা সৃষ্ট নন্টে ফন্টে চরিত্রটি পর্দায় জীবন্ত করে তুলতে চলেছে জালান ইন্টারন্যাশনাল ফিল্মস।

স্বর্গীয় সৃষ্টকার নারায়ণ দেবনাথ অনুমোদিত ‘নন্টে ফন্টে’ চলচ্চিত্রটি জালান ইন্টারন্যাশনাল ফিল্মসের কর্ণধার ব্রিজ জালান দ্বারা প্রযোজনা করা সর্বপ্রথম ফিচার ফিল্ম।

ড্রাগনের অনেক স্বপ্ন। তার হাত দিয়েই তো তৈরী হয়েছে কতো নামকরা চোর, জালিয়াত। ভাবা যায়? চোর ডাকাতে চারপাশ ভরিয়ে দিতে পারলে তাকে আর পায় কে? অন্য দিকে চোর ধরে হাতি স্যারের বাহবা কুড়ায় নন্টে - ফন্টে। জ্বলে ওঠে কেল্টুদা। কেল্টুদা নন্টে ফন্টের থেকে বেশ কয়েক বছরের বড়ো। হোস্টেলের মনিটার। সবাই কেল্টুদাকে সমীহ করে চলে। কেল্টুদা নন্টে - ফন্টের খাবার ঝেড়ে খায়। মিথ্যে কথা বলে তাঁদের হাতি স্যারের কাছে মার খাওয়ায়। পদে পদে নাস্তানাবুদ করতে থাকে কেল্টুদা। বারে বারেই নন্টে - ফন্টেকে জব্দ করতে গিয়ে নিজেই ফেঁসে যায় কেল্টুদা। কেল্টুদার মুখে শুধু বড় বড় কথা - সে তান্ত্রিক হবে, সে নাকি ক্যারাটে মাস্টার। বাঘও নাকি তাকে ভয় পায়, এইসব গুলগল্পে মাস্টারপিস এই কেল্টুদা।

Latest Videos

একসময় হাতি স্যারের ভাগ্নি ফোন করে জানায়, সুন্দরবনে তাদের বাড়ির পাশে নাকি বাঘ ঢুকেছে। ব্যাস! হাতিস্যার তাঁদের নিয়ে সুন্দরবনের বাঘ মারতে আসে। ফেরার পথে তাঁদের বাসটা আবার হাইজ্যাক করে দুই ক্রিমিনাল। ক্রিমিনাল দুজন আবার সব শুধু ভুলে যায়। সেই ভুলে যাওয়ার রোগের বশেই বাস সমেত গোটা টিম এসে পরে ড্রাগনের খপ্পরে।

ড্রাগনের আনন্দ তো আর ধরেনা। বাসে কতজন, এদের সবাইকে যদি সে চোর ডাকাত বানাতে পারে, তাহলে তো কেল্লাফতে। শুরু হয় চুরি বিদ্যার ট্রেনিং। কিন্ত এ তো সর্বনাশে কান্ড। সবাই যদি চোর ডাকাত হয় - তাহলে গোটা দেশে নেমে আসবে সাড়ে সর্বনাশ। না না - যেভাবে হোক - ড্রাগনের হাত থেকে উদ্ধার করতেই হবে সকলকে। আসরে নামে নন্টে ফন্টে। ধরা পড়বে কি ড্রাগন? জানতে হলে দেখতে হবে কমিকস নিয়ে তৈরি প্রথম বাংলা ছবি নারায়ণ দেবনাথের অন্যবদ্য সৃষ্টি - নন্টে ফন্টে।

কাহিনীকার: নারায়ণ দেবনাথ, ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন অম্লান মজুমদার, সঙ্গীত : অনুপম রায়, সিনেমাটোগ্রাফার : আয়ুব আলী খান, শিল্প নির্দেশনা করেছেন সমর হালদার, কালারিষ্ট : ঋতজিৎ, গণমাধ্যম প্রচারের দায়িত্বে রানা বসু ঠাকুর, কার্যনির্বাহী প্রযোজক : বিশ্বজিৎ মুখার্জী, সহ- প্রযোজক : আকৃতি জালান, প্রযোজনা : জালান ইন্টারন্যাশনাল ফিল্মস, পরিচালনায়: অনির্বান চক্রবর্তী। এই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকছেন, অম্লান মজুমদার, শুভাশিস মুখার্জী, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, পুলকিতা, সোহম বসু রায় চৌধুরী, সোহম বোস, কৃষ্ণ ব্যানার্জী, মনোজ্যোতি মুখার্জী, নিমাই ঘোষ, ইত্যাদি অভিনেতা অভিনেত্রীরা।

অভিনেতা ও স্ক্রিপ্ট লেখক অম্লান মজুমদার বলেছেন, “অনেক অভিনয়, অনেক চিত্রনাট্য লিখেছি। কিন্তু নন্টে ফন্টে আমার জীবনে এক অন্য অনুভূতি। নারায়ণ দেবনাথ নিজের হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য। হ্যাঁ ,আটশো। যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি। তবু তাঁর হাত থেকে পাওয়াটা আমার কাছে ভাগ্যের। কমিকস নিয়ে প্রথম ছবি। অভিনয় ও লেখা, দুভাবেই আমি যুক্ত। আর কী চাই? পরান বন্দোপাধ্যায়, শুভাশিসদা, পার্থ সারথী দেব, লামা দা, কাঞ্চনা, এঁদের সঙ্গে অভিনয়, সব থেকে বড় পাওয়া শুটিং লোকেশনে নারায়ণবাবু এসে কাগজ নিয়ে আঁকলেন নন্টে ফন্টে।”

আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট কবে হতে পারে? তারিখ বলে দিলেন শুভেন্দু অধিকারী
Bollywood News: শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে আদিত্য রয় কাপুর? অনন্যা পাণ্ডের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতার উত্তাপ

পর পর দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অধ্যক্ষদের সোমবার বিশেষ পরামর্শ

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar