দেখে নিন পুজোর আবহে টিআরপি যুদ্ধে জয়ী কে? রইল এই সপ্তাহের সেরা বাংলা সিরিয়ালের তালিকা

Published : Oct 04, 2024, 08:00 PM IST
katha serial

সংক্ষিপ্ত

এই সপ্তাহের টিআরপি রেটিং ঘোষণা করা হয়েছে। 'কথা' সিরিজটি শীর্ষ স্থান দখল করেছে, 'গীতা এলএলবি' দ্বিতীয় এবং 'ফুলকি' তৃতীয় স্থানে রয়েছে।

প্রকাশ্যে এল টিআরপি রেটিং-র তালিকা। চলতি সপ্তাহে কোন সিরিয়াল কাকে দিল টেক্কা জানা গেল তা। প্রতি সপ্তাহে সিরিয়ালের টিআরপি দেখা যায়। পরিচালক থেকে কলাকুশলীরা টিআরপি তালিকার শীর্ষে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন। সে কারণে সিরিয়ালের গল্পে আনা হয় নতুন মোড়। গল্পকে করে তোলা হয় আরও আকর্ষণীয়। গল্পকে সঠিক ভাবে উপস্থাপনা করেত কলাকুশলীরা বিস্তর প্রচেষ্টা করে থাকেন। দেখে নিন এই সপ্তাহে কে পেলেন নিজের কঠিন পরিশ্রমের ফল। পুজোর আবহে কোন সিরিয়াল করল বাজিমাত। সেরা দশ সিরিয়ালের তালিকায় কে কে স্থান পেলেন। এক ঝলকে দেখে নিন লিস্ট।

সেরা দশ সিরিয়ালের তালিকার প্রথম স্থানে আছে কথা। টিআরপি রেটিং ৭.৫।

দ্বিতীয় স্থানে আছে গীতা এলএলবি। টিআরপি রেটিং ৭.৪।

তৃতীয় স্থানে আছে ফুলকি। টিআরপি রেটিং ৭.২।

চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু, উড়ান, জগদ্ধাত্রী । টিআরপি রেটিং ৬.৬।

পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে অবং শুভ বিবাহ। টিআরপি রেটিং ৬.৪।

ষষ্ঠ স্থানে আছে বঁধুয়া, অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল। টিআরপি রেটিং ৬.০।

সপ্তম স্থানে আছে রোশনাই। টিআরপি রেটিং ৫.৯।

অষ্টম স্থানে আছে আনন্দী। টিআরপি রেটিং ৫.৭।

নবম স্থানে আছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। টিআরপি রেটিং ৫.০।

দশম স্থানে আছে তেঁতুলপাতা এবং মিঠিঝোরা। টিআরপি রেটিং ৪.৯।

অর্থাৎ সেরা দশ সিরিয়ালের তালিকার প্রথম স্থানে আছে কথা। দ্বিতীয় স্থান পেল গীতা এলএলবি। আর তৃতীয় স্থানে আছে ফুলকি। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা