মঞ্চ থেকে ধমক দিলেন ভক্তকে, ভাইরাল অরিজিৎ সিং-র শো-র ভিডিও, জেনে নিন কেন এমন করলেন গায়ক

Published : Oct 03, 2024, 02:41 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

লন্ডনের একটি কনসার্টে ভক্তের আচরণে ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকে ধমক দিলেন অরিজিৎ সিং। গান গাওয়ার সময় এক ভক্তের অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়ে তাকে বসতে বলেন এবং 'আরজি কর প্রতিবাদের' গান গাওয়ার অনুরোধে বিরক্তি প্রকাশ করেন।

সদ্য ভাইরাল হল অরিজিৎ সিং-র শো-র একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চ থেকে ভক্তকে ধমক গিলেন অরিজিৎ।

সম্প্রতি লন্ডনে একের পর এক কনসার্ট করে চলেছেন অরিজিৎ সিং। সেখানে থেকে মাঝে মধ্যেই ভিডিও ভাইরাল হয়। কদিন আগে দেখা গিয়েছিল অরিজিৎ সিং-র শো-তে এক মহিলা কাঁদছে। তাঁর গান শুনে এতটাই বিভোঁর হয়ে যায় মহিলা যে কাঁদতে শুরু করে। সেবার ইশারা করে তিনি তাঁকে কাঁদতে বারণ করেছিলেন।

এবার মঞ্চ থেকে দিলেন ধমক। শো-তে অরিজিৎ গান গাওয়ার সময় এক ভক্ত নানান অঙ্গভঙ্গি করে তাঁকে বিরক্ত করছিল। সে সময় রেগে যান অরিজিৎ। তাতে বসতে বলেন এবং এমন আচরণ বন্ধ করতে বলেন। তেমনই বেজার রেগে গিয়েই এই কথা বলেন অরিজিৎ।

 

 

তেমনই এক ভক্ত শো-তে তাঁকে অনুরোধ করেন আর কবে গানটি গাইতে। আরজি কর প্রতিবাদের জন্য যে গান লিখেছেন অরিজিৎ। ভক্তের অনুরোধ শুনে বিরক্ত হন অরিজিৎ। তিনি বলেন, ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।

এই বলে খবরে এলেন অরিজিৎ সিং। সদ্য ভাইরাল হল তাঁর শো-র ভিডিও।  এবার মঞ্চ থেকে ভক্তকে মার দেওয়ার ইঙ্গিত করে খবরে এলেন গায়ক। সেই ভক্ত এমন বিরক্ত করেছে তাঁকে যে রেগে গেলেন গায়ক। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা